adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কপিল ও শচিনের পাশে এবার মিতালি-ঝুলন

KAPILস্পোর্টস ডেস্ক : কপিল দেব ও শচিন টেন্ডুলকারের পাশে এবার লর্ডস মিউজিয়ামে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই বীর কন্যা৷ এখন থেকে লর্ডসের ক্রিকেট মিউজিয়ামে ঢুকলেই ডন ব্র্যাডম্যান কিংবা জ্যাক হবসের ক্রিকেট কিটের পাশেই দেখা যেতে পারে মিতালি- ঝুলনদের জার্সি৷
বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রান আগেই থেমে গিয়েছে মিতালির ভারত৷ এরপর কান্না চেপে রেখেই পুরস্কার বিতরণী মঞ্চে রার্নার্সাাপের মেডেল নিয়ে মাঠ ছেড়েছেন হরমনপ্রীতরা৷ ম্যাচে জিততে না-পারলেও লর্ডসে হৃদয় জিতে নিলেন ভারতীয় দুই কন্যা৷ দেশে ফেরার আগে ফাইনালের জার্সি লর্ডস মিউজিয়ামে দান করে এলেন মিতালি-ঝুলন৷ যে জার্সি পরে ফাইনালে খেলেছিলেন মিতালি-ঝুলন, সেই জার্সিতেই সই করে মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ভারতীয় দুই ক্রিকেটার৷
বিশ্বকাপের টুইটার অ্যাকাউন্টে ঝুলন ও মিতালির সই করা সেই জার্সির ছবি পোস্ট করা হয়েছে৷ ভারত অধিনায়ক মিতালি রাজ মহিলা বিশ্বকাপে ৩ নম্বর জার্সিতে ৪০৯ রান করেছেন৷ মাত্র এক রানের জন্য সর্বোচ্চ রানের মালকিন হতে পারেননি মিতালি৷ ফাইনালে রান-আউট হয়ে প্যাভিলিয়ন ফেরেন তিনি৷ টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি করেন ডানহাতি৷ তাকেই ২৪ জুলাই সোমবার বিশ্বকাপের সেরা ক্যাপ্টেন বেছে নেয় আইসিসি৷ আর ২৭ নম্বর জার্সিতে দশ উইকেট তুলেন নিয়েছেন ঝুলন গোস্বামী৷ ফাইনালে তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ইনিংসের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন বঙ্গ তনয়া৷ ভারতের এই দুই মহিলা বিশ্ব রের্কডের অধিকারি৷ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকিন মিতালি এবং সর্বাধিক উইকেটশিকারীর মুকুট উঠেছে ঝুলনের মাথায়৷ ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া