adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বললেন -আইএস প্রধান বাগদাদি জীবিত

BAGDADIআন্তর্জাতিক ডেস্ক : আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও বেঁচে রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এই দাবি করেছেন। এর আগে দাবি করা হয়েছিল যে, রাশিয়ার বিমান হামলায় বাগদাদির মৃত্যু হয়েছে। কিন্তু শনিবার জেমস ম্যাটিস তার বেঁচে থাকার কথা জানিয়েছেন।

ম্যাটিস জানিয়েছেন, তার মতে বাগদাদি বেঁচে রয়েছে। আমেরিকা বাগদাদিকে মেরেছে একথা জানতে পারলেই তিনি বাগদাদির মৃত্যুর খবর মেনে নেবেন। এই আইএসআইএস প্রধানের খোঁজও চলছে বলে জানান ম্যাটিস।

ম্যাটিস আরও জানান, রাশিয়ার সেনা গত মাসে দাবি করেছিল সিরিয়ার রাক্কার কাছে গত ২৮ মে বাগদাদির এক বৈঠকে তার ওপর হামলা চালানো হয়, আর তাতেই সম্ভবত সে মারা গেছে। তবে জেমস ম্যাটিসের মতে, বাগদাদি এখনও তার সংগঠনের কোনও না কোনও গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে।

বিভিন্ন সংবাদ সূত্রে অবশ্য জানা যায়, বাগদাদি ইরাক বা সিরিয়াতে মারা গেছে। কারণ ২০১৪ সালের পর থেকে আর তাকে দেখা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া