adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৩০ স্বর্ণের বার জব্দ

GOLDডেস্ক রিপাের্ট : সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইট থেকে এ সোনা উদ্ধার করা হয়।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রভাত কুমার সিংহ জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইটটি রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এদিকে রবিবার সকালে শুল্ক গোয়েন্দা বাংলাদেশের ফেসবুক পেজে উল্লেখ করা হয়, ‘আজ সকালে সিলেট ওসমানি বিমানবন্দরে আবুধাবি থেকে আগত বিমানের ফ্লাইটের ভেতর থেকে ৩০টি সোনার বার আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি-০১২৮ এর সিট ৪৫সি এর উপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় ৩.৫ কেজি। মূল্য ১.৬০ কোটি টাকা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া