adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনাম থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রামে

RICEডেস্ক রিপাের্ট : চার দিনের ব্যবধানে ভিয়েতনাম থেকে আমদানিকৃত চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 

সোমবার (১৭ জুলাই) সকালে ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা জাহাজ ‘এমভি প্যাক্স’ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। 

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, প্রথম চালানের ২০ হাজার মেট্রিক টন চাল খালাসের কাজ চলছে। শিগগিরই দ্বিতীয় চালান খালাসের কাজ শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ এমভি ভিসাই ভিসিটি-০৫ প্রথম চালানের ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায়। এ নিয়ে দুই চালানে ভিয়েতনাম থেকে ৪৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছালো। 

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভিয়েতনাম থেকে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলারে ৫০ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হবে। এতে মোট খরচ হবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া ভিয়েতনাম থেকে ৪৩০ মার্কিন ডলারে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। এতে মোট খরচ হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ১৪ জুন দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দেয়।

উল্লেখ্য, এ বছর হাওরডুবি ও অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির ফলে সরকারি গুদামে চালের মজুদ কমে আসে। এরই প্রেক্ষাপটে সরকার সম্প্রতি ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় এই আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। 

আমদানিকৃত চালের তৃতীয় চালানটি আগামী ২২ জুলাই নাগাদ দেশে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া