adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বছর পর ট্রেনে সফর সৌরভের

GANGULIস্পাের্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বালুরঘাটে সৌরভের ফাইবারের মূর্তি বসাতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা৷ নিজের মূর্তি উন্মোচনে বালুরঘাটে হাজির থাকবেন মহারাজ সেটা জানাই ছিল৷তবে সেজন্য ১৫ বছর পর ট্রেনে চেপে বসবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’! সেটা কেউ আঁচ করতেও পারেনি৷

ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে মাস চারেক আগেই ঝাড়খণ্ড দলের সঙ্গে ক্রিয়া যোগা এক্সপ্রেসে চড়ে বসেছিলেন ধোনি৷ ১৩ বছর পর মাহির ট্রেন সফর খবরের শিরোনামে উঠে এসেছিল৷ সেদিন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে হাওড়া স্টেশন তিল ধারণের জায়গা ছিল না৷ এদিন অবশ্য সবার অজান্তেই শিয়ালদহ স্টেশন থেকে বালুরঘাটের ট্রেনে চেপে বসেন আরেক প্রাক্তন অধিনায়ক৷

ব্লু রঙা টি শার্ট আর ডেনিম জিনস পরা লর্ডসের নায়ককে এক পলক দেখতে স্টেশন চত্বরে ভিড় জমান শ’পাঁচেক যাত্রী৷ এরপর ভিড় ঠেলে ট্রেনে চেপে চরম দুর্ভোগের মুখে পড়েন সিএবি প্রসিডেন্ট৷ চার্ট অনুয়ায়ী তাঁর জন্য বরাদ্দ নির্ধারিত জায়গায় তখন বসে রয়েছেন অন্য যাত্রী৷ তাঁকে বোঝানো হলেও লাভ না হওয়ায় টিটি’র ডাক পড়ে৷ ট্রেন ছাড়তে দেরী থাকায় টিটির এসে না পৌঁছেনোয় সৌরভ নিজেই এরপর পাশের বগিতে গিয়ে বসেন৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া