adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তামিম ও তার স্ত্রীর উপর হামলা’ নিশ্চিত করলো ব্রিটিশ গণমাধ্যম

TAMIMস্পাের্টস ডেস্ক : সম্প্রতি ইংলিশ ক্লাব এসেক্সর হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়েছিলেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। কিন্তু এক ম্যাচ খেলেই পরিবারসহ তিনি দেশে ফিরে আসেন। হুট করে তার দেশে ফেরা নিয়ে শুরু হয় কৌতুহল। পরবর্তীতে জানা যায়- এক ভয়ঙ্কর তথ্য। তামিম তার স্ত্রী ও সন্তান সহ হামলার শিকার হয়েছিলেন ব্রিটেনে। আর এ কারণেই আতঙ্কিত হয়ে তিনি দেশে চলে আসেন। কিন্তু দেশীয় সংবাদমাধ্যমে এ সম্পর্কীত খবরের প্রতিক্রিয়ায় তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার পরিবারের উপরে আসলে কোন হামলার ঘটনা ঘটেনি। সম্পূর্ন ব্যক্তিগত কারণেই তিনি দেশে ফিরে এসেছেন। যদিও বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তামিমের উপর হামলার ঘটনাটি আসলে সত্যি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘২৮ বছর বয়সী বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ক্লাব এসেক্সের হয়ে ইংল্যান্ড এসেছিলেন। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে দেশে ফিরে গেছেন। তার পরিবার ইংল্যান্ডে জাতিগত বৈষম্যের শিকার হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

গার্ডিয়ানের প্রতিবেদনে তামিমের ফেসবুক স্টেটাসেরও প্রসঙ্গ আনা হয়। পত্রিকাটি বলে, ‘ফেসবুকে তামিম ইংল্যান্ডকে তার প্রিয় জায়গা হিসেবে উল্লেখ করেছেন। যদিও ব্যক্তিগত কারণের দোহাই দিয়ে তিনি হামলার ব্যপারটিকে বেমালুম এড়িয়ে গেছেন।’

জানা গেছে, স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে লন্ডনের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তামিম। ফেরার পথে একদল উচ্ছৃঙ্খল যুবক তাদের পিছু নেয়। যুবকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তামিম দম্পতিকে ধাওয়া করে। তামিম তার স্ত্রীকে নিয়ে দৌড়ে নিকটবর্তী একটি জায়গায় নিরাপদ আশ্রয় নেয়। ধাওয়াকারী যুবকদের হাতে এসিডের বোতল ছিলো বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, তারা তামিমের স্ত্রীর উপর ওই এসিড নিক্ষেপ করতে চেয়েছিলো। তামিমের স্ত্রী হিজাব পরিধান করেন। আর এ কারণে তিনি মুসলিমবিরোধী ‘সন্ত্রাসীদের’ টার্গেট হতে পারেন। গার্ডিয়ান অবলম্বণে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া