adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সারে ভুগছে বন্ধু- পাশে দাঁড়াতে মাথা ন্যাড়া করল সবাই

NARaস্পাের্টস ডেস্ক : অ্যাথলেটিকো বিলবাওতে খেলেন বছর বাইশের সেন্ট্রাল ডিফেন্ডার ইয়েরে আলভারেজ৷ অ-কোষে ক্যান্সার হয়েছে এই স্প্যানিশ ফুটবলারের৷ গত মাসে স্পেনের অনূর্ধ্ব-২১ দল থেকেও নাম তুলে নিতে বাধ্য হন তিনি৷ ইয়েরের পাশে দাঁড়াতে এবার দলের সব খেলোয়াড় মাথা ন্যাড়া করে ফেলল৷ গত ডিসেম্বরেই ইয়েরের ডান অ-কোষটি বাদ গিয়েছে৷ডাক্তাররা এখন কেমোথেরাপির কথাই ভাবছেন তাঁর জন্য৷
শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে ইয়েরের৷ এ অবস্থাতেও ক্লাবের ড্রেসিংরুমে এসেছিলেন তিনি৷ সতীর্থদের ন্যাড়া মাথা দেখে চমকে যান৷ অ্যাথলেটিকো বিলবাও’র পক্ষ থেকে টুইটারে একটি ফটো পোস্ট করা হয়েছে৷ গোটা দল সেখানে হাতে-হাত দিয়ে দাঁড়িয়ে আছে৷ ক্যাপসন দেওয়া হয়েছে‘ আমরা তোমার সঙ্গে আছি ইয়েরে৷’ অ্যাথলেটিকের মিডফিল্ডার অস্কার ডে মার্কোস বলছেন, আমরা চাই ও যেন অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের দেখলে৷ শুধু ইয়েরের জন্যই নয়, ক্যান্সার আক্রান্ত প্রতিটি পরিবারের প্রতিই আমাদের এই বার্তা৷’ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া