adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোচ হওয়ার পর গাঙ্গুলীর প্রশংসায় রবি শাস্ত্রী

GANGULI স্পোর্টস ডেস্ক :সৌরভ গাঙ্গুলী ও রবি শাস্ত্রীর অম্লমধুর সম্পর্ক ক্রমশ স্বাভাবিক হচ্ছে৷ টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পরের দিন রবি শাস্ত্রীর কথায় ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির অন্যতম সদস্য সৌরভের প্রশংসা৷
গত বছর টিম ইন্ডিয়ার কোচের দৌড়ে অনিল কুম্বলের কাছে হেরে যাওয়ায় সৌরভকে দুষেছিলেন শাস্ত্রী৷ কিন্তু এবার কুম্বলের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সৌরভের প্রশংসা শোনা গেল শাস্ত্রীর গলায়৷ বুধবার লন্ডন থেকে তিনি বলেন,‘আমরা দু’জনেই প্রাক্তন অধিনায়ক৷ আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একে অপরকে সম্মান জানাতে কোনও অসুবিধা নেই৷ ভারতীয় ক্রিকেটের স্বার্থে আমরা এক সঙ্গে কাজ করতে চাই৷’
গত বছরে স্কাইপে শাস্ত্রীর ইন্টারভিউর সময় সৌরভ উপস্থিতি না-থাকলেও এবার কিন্তু তিনিই ইন্টারভিউ পরিচালনা করেন৷ লন্ডন থেকে স্কাইপে ইন্টারভিউ দেন শাস্ত্রী৷ মঙ্গলবারই বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণা করা হয়৷ শাস্ত্রীয় অধ্যায় থেকে তিনিও যে অব্যাহতি চান তা পরিষ্কার করে দেন সৌরভ৷ মঙ্গলবার সৌরভ বলেন, ‘সৌরভ বনাম রবি এই শব্দটা শুনতে আমার খারাপ লাগে৷ এ নিয়ে আমি সিওএ-র সঙ্গে কথাও বলেছি৷ এটা ভুল ধারণা যে, কোচ হিসেবে আমি শাস্ত্রীকে চাইনি৷’
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন শাস্ত্রী৷ বোলিং পরামর্শদাতা হিসেবে শাস্ত্রীকে সাহায্য করবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি পেসার জাহির খান৷ আর বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড়৷ ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া