adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ক্রিকেটারদের আঁতুরঘরে নজর দিন’

SMITHস্পাের্টস ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন বৃদ্ধি সংক্রান্ত মতানৈক্যের দরুণ ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেকার হয়েছেন৷ সিনিয়র ক্রিকেটারদের দাবিকে সমর্থন করে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নাম তুলে নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল৷ ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ ক্রিকেটারদের সঙ্গে নয়া চুক্তির প্রস্তাব দিলেও সে ডাকে সাড়া দেননি স্মিথবাহিনী৷ বোর্ডের সঙ্গে বেতন বৃদ্ধির যুদ্ধে নেমে নিজেদের দাবিতে অনড় থাকার কথাটা আরও একবার জানিয়ে দিলেন অধিনায়ক স্টিভ স্মিথ৷
ইনস্টাগ্রামে পোস্ট করে স্মিথ জানিয়েছেন,‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের উন্নতির স্বার্থের চলতি রেভিনিউ মডেলের পরিবর্তন আনা উচিৎ৷ মডেলের পরিবর্তন এনে প্রথম সারির ক্রিকেটাদের বেতন বৃদ্ধিতে প্রাধান্য দেওয়া প্রয়োজন৷ ঘরোয়া ক্রিকেটই ক্রিটেদারদের আঁতুরঘর৷ সেখানেই আগে ক্রিকেট বোর্ডের নজর দেওয়া উচিত। বোর্ডের মনে রাখা উচিত এখান থেকেই প্রশিক্ষণ পেয়ে ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চের জন্য বেড়ে ওঠে৷ প্রথম সারির ক্রিকেটে উন্নতি হলে তবেই ভালো ক্রিকেটার উঠে আসবে৷ ক্রিকেট কেরিয়ারের শুরুতে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম সারির ক্রিকেট খেলতেন স্মিথ৷ সেখানে সাফল্য পেয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান৷
অজি অধিনায়ক আরও জানান, ক্রিকেটাররা নিজেদের দাবি থেকে সরছে না৷পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেটকে সমান গুরুত্ব দিতে হবে৷ মহিলা ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি করা উচিৎ৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া