adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুলবুলপুত্র মাহদী অস্ট্রেলিয়া মাতাচ্ছে

BULBULস্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে চলেছে আমিনুল ইসলাম বুলবুলের পুত্র মাহদী ইসলাম। ভিক্টোরিয়া ব্লুজ অনূর্ধ্ব-১৩ দলের হয়ে ব্যাট এবং বল হাতে অল-রাউন্ড নৈপুণ্যে ধারাবাহিক পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়ে চলেছে মাহদী। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বুলবুলপুত্র। ২৭১ রান নিয়ে জুনিয়র বুলবুল রয়েছে দ্বিতীয় স্থানে। সর্বোচ্চ রান সংগ্রাহক টম কাওদির চেয়ে মাত্র ৩ রান পিছনে মাহদী। উইকেটও নিয়েছে ১২ টি। তবে বুলবুলপুত্র হিসেবে নয়, ক্রিকেটার মাহাদী হিসেবেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে চিনিয়ে চলেছেন মাহদী নিজ যোগ্যতায়।
শনিবার সকালে ছেলের সাফল্যের কথা তুলে ধরে ফেসবুকে স্ট্যাসাস দিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম নক্ষত্র বুলবুল ফেসবুকে লেখেন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে ভিক্টোরিয়া ব্লুজ তৃতীয় স্থাঠে উঠে এসেছে। মাহদী কাটালো দারুণ সপ্তাহ। অনূর্ধ্ব-১৩, ১৫ এবং ১৭ বছরের ছেলেদের টুর্নামেন্টে মাহদী মাত্র ৩ রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রয়েছে। ১২টি উইকেট পেয়েছে ও।’

বুলবুল পুত্র মাহদীর অস্ট্রেলিয়া মাতানোর গল্প নতুন নয়। কদিন আগেই যেমন ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ ডিভিশন-১ ক্রিকেট প্রিমিয়ারশিপে বারউইক ক্রিকেট ক্লাবের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিল মাহদী। প্রতিযোগিতায় ৫৩ গড়ে ২৬৫ রান করে মাহদী জিতে নেয় ব্যাটিং অ্যাওয়ার্ড।

আমিনুল ইসলাম বুলবুল পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন অনেক আগেই। বর্তমানে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত বুলবুল। দুই ছেলের মধ্যে ছোট ছেলে মাহদী ক্রিকেটের পাঠ নিয়ে চলেছে অস্ট্রেলিয়াতেই। এমনকি বাবার পথ বেয়ে এই বয়সেই বয়সভিত্তিক ক্রিকেটে ভেঙে চলেছেন সাফল্যের বড় বড় সিঁড়ি। মাহদী অস্ট্রেলিয়ার যুব ক্রিকেটে খেললেও বুলবুলের স্বপ্ন লাল-সবুজের জার্সিতেই একদিন মাঠ মাতাবে মাহদী। বাংলাদেশও নিশ্চয়ই জুনিয়র বুলবুলের প্রতীক্ষায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া