adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিদের দেখলে কপিল দেবের হাসি পায়

KOPIL DEVস্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের দেখলে হাসি পায় কপিল দেবের।
সম্প্রতি এক স্বাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অলরাউন্ডারের। তবে হাসি পাওয়ার কারণ কিন্তু কোনও খেলোয়াড়কে তাচ্ছিল্য করার জন্য নয়। বরং তা নিজের অতীতের সঙ্গে বর্তমানে মিলের কারণে।
ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অলরাউন্ডার কপিল দেব। তার নেতৃত্বে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ পায়।
সাক্ষাৎকারে কপিল দেব বলেন, 'আমারও অনেক সংস্কার ছিল আমি সবসময় বা পায়ের প্যাড আগে পরতাম। আর মাঠে ঢোকার সময় আগে ডান পা ফেলতাম। সেই সময় আমার একটি চেন ছিল। যাতে ছিল শিব ঠাকুরের একটি লকেট। আসলে ভাবতাম, ইশ্বর বুকের কাছে থাকলে আমি ভাল খেলব। কিন্তু যত দিন গেল তত বুঝতে পারলাম, না পারফরম্যান্সটা নিজেকেই করতে হয়। যারা অলিম্পিকে সাঁতার কাটেন, তারা কিন্তু শরীরে কিছু রাখেন না। তাহলে তারা কীভাবে অত ভাল পারফর্ম করেন!'
আজকালকার ক্রিকেটারদের দেখি, সব বড় বড় চেন পরে মাঠে নামে। প্রত্যেকটা বল হয়ে যাওয়ার পরই সেটা বাইরে এসে যায়। ক্রিকেটাররা সেটা আবার জার্সির ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর আবার খেলে। কিন্তু কিছুতেই ওরা চেনাটা মাঠের বাইরে রেখে মাঠে নামতে পারে না। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া