adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়ান অ্যাথলেটিক্সের ৪০০ মিটার হার্ডেলসে সবার পেছনে বাংলাদেশের আলমগীর

Alamgirস্পাের্টস ডেস্ক : ভারতের ভুবনেশ্বরে চলমান এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেও চরম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আগের দিন ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকে বিদায় নিয়েছেন মেজবাহ আহমেদ, কাজী ইমরান ও সোহাগী আক্তার। পুরুষদের উচ্চ লম্ফে হতাশ করেছেন মাহফুজুর রহমান। এশিয়ার অ্যাথলেটদের সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদদের ফল এটাই স্বাভাবিক। তবে কেউই নিজের পারফরমেন্সকে টপকাতে পারছেন না। 

৭ জুলাই শুক্রবার দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবে হতাশার খবরই পাঠিয়েছেন অ্যাথলেটরা। সকালে ছিল ছেলেদের ৪ গুনিতক ১০০ মিটার রিলে। মেজবাহ আহমেদ, আবদুর রউফ, মাসুদ রানা ও কাজী ইমরান হিটে নিজেদের গ্রুপে হয়েছেন চতুর্থ। তাদের টাইমিং ৪২.৬৪ সেকেন্ড।

রাতে ছেলেদের ৪০০ মিটার হার্ডেলসে অংশ নিয়েছিলেন আলমগীর হোসেন। মোট ২০ জন প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন ২০তম। আলমগীর সময় নিয়েছেন ৫৬.১৬ সেকেন্ড। আলমগীরদের ১ নম্বর হিটে প্রথম হয়েছেন চাইনিজ তাইপের চেন চিয়েন। তার টা্ইমিং ৫০.৬৪ সেকেন্ড। ২০ জনের মধ্যে তিনি সবচেয়ে কম সময় নিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া