adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাওমি মি মিক্স ২ স্মার্টফোনে থাকবে ৬জিবি র‌্যাম

smart phoneডেস্ক রিপাের্ট : শাওমি মিক্স ২ স্মার্টফোনে ৬জিবি র‌্যাম এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকবে। সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে স্মার্টফোনটির এ তথ্য মিলেছে। গিকবেঞ্চের তালিকায় দেখা গেছে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটি সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর পারফরম্যান্স টেস্টে যথাক্রমে ১৯২৯ এবং ৬৪৩১ স্কোর রয়েছে।

শাওমি মি মিক্স ২ নির্মাণাধীন বলে জানিয়েছেন শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন। এর আগের বছর নভেম্বর মাসে শাওমি মি মিক্স উন্মোচন করা হয়েছিল। নতুন ফোনটিও একই সময়ে উন্মুক্ত করতে পারে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। মি মিক্স ২ স্মার্টফোনে পূর্বেকার মি মিক্সের মতো সিরামিক ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে। তা ছাড়া ফোনটিতে মি মিক্সের চেয়ে পাতলা বেজেল থাকবে। মি মিক্স ২ স্মার্টফোনের স্ক্রিন-টু-বডি অনুপাত থাকবে ৯৩ শতাংশ। এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

লেই জুন আরও জানান, মি মিক্সের ডিজাইনার ফিলিপ স্ট্রাক নতুন ফোনটির ডিজাইন করছেন। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনটির ডিসপ্লেতে এমবেড নাকি স্ক্রিনের নিচে ফ্রন্স ফেসিং সেন্সর থাকবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া