adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইনজামাম উল হকের কোটি রুপি পুরস্কার নিয়ে নানা প্রশ্ন

Inzemam-Ul-Haqস্পাের্টস ডেস্ক : প্রথম বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়। দীর্ঘদিন পর এ ক্রিকেট সাফল্যের সুবাদে পাকিস্তান দলের ক্রিকেটার কোচ-নির্বাচকরা সংবর্ধনা আর পুরস্কারের জোয়ারে ভাসছে। গত মঙ্গলবারই যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাড়িতে সংবর্ধনা দেওয়া হয় সরফরাজ আহমেদের দলকে। সংবর্ধনার সঙ্গে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক পুরস্কারও। সেই পুরস্কার নিয়ে উঠে গেছে প্রশ্নও। না, সবারটা নিয়ে নয়। প্রশ্নটা উঠেছে কেবল প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের পাওয়া পুরস্কারের অঙ্কটা নিয়ে।
প্রশ্নটা অবশ্য যুক্তিসংগতই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারই পুরস্কার পেয়েছেন ১ কোটি রুপি করে। ক্রিকেটারদের সঙ্গে আর একমাত্র ইনজামামই ১ কোটি রুপি পুরস্কার পেয়েছেন। অথচ দলেল প্রধান কোচসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা পুরস্কার পেয়েছেন ৫০ লাখ রুপি করে। দলের প্রধান কোচ যেখানে ৫০ লাখ রুপি পান, সেখানে প্রধান নির্বাচকের পকেটে কীভাবে ১ কোটি রুপি ঢোকে? প্রশ্নটাকে আরও বড় করে তুলেছে ইনজামামের নির্বাচক কমিটির অন্য সদস্যদের পাওয়া পুরস্কারের অঙ্কটা। তারা পেয়েছেন মাত্র ১০ লাখ রুপি করে!
কেন পুরস্কারের অঙ্কে এই বৈষম্য? তা নিয়েই শুরু হয়ে গেছে সমালোচনা। ইনজামামের মতোই এক সময় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ইকবাল কাশিম তাই সরাসরিই প্রশ্ন তুলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য প্রধান কোচ ও অন্য স্টাফরা যেখানে ৫০ লাখ রুপি করে পেলেন, সেখানে প্রধান নির্বাচককে এই বিশাল অঙ্কের টাকা দেওয়ার কোনো মানে হয় না। তা ছাড়া প্রধান নির্বাচক ও অন্য নির্বাচকদের মধ্যে বৈষম্য করা হলো কেন?’
পাকিস্তানের আরেক সাবেক প্রধান নির্বাচক এবং সাবেক কোচ মহসিন খান তো নির্বাচদকের পুরস্কার দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। তার মতে, যারা দলেল সঙ্গে ইংল্যান্ডেই যায়নি, দলের একাদশ নির্বাচনে প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখেনি, তাদের পুরস্কার দেওয়ার দরকারটা কী? তিনি তাই ইনজামামের বড় অঙ্কের পুরস্কার প্রাপ্তির বিষয়টাকে দেখছেন সন্দেহের চোখে। তাই তার প্রশ্ন, ‘দলের ভালো পারফরম্যান্সের জন্য নির্বাচদদের পুরস্কার দেওয়ার রীতি শুরু হলো কবে থেকে? এই টাকাটা দেশের ক্রিকেট উন্নয়নে ব্যয় করলেই ভালো হতো।’
সমালোচনাটাকে আরও উসকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র। ওই সূত্র বলেছে, প্রধানমন্ত্রীর দপ্তরের বিজ্ঞপ্তিতে প্রধান কোচ ও কোচিং স্টাফের অন্য সদস্যসহ বাকি সবাইকে ৫০ রাখ রুপি করে দেওয়ার নির্দেশনাই ছিল। কিন্তু ইনজামামের অতি ঘনিষ্ট লাহোরের এক প্রভাবশালী ব্যক্তির কারণে নির্বাচকদের পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে! অন্যদের ভাগের টাকা কমিয়ে ইনজির অঙ্কটা মোটা করা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাথমিক বিজ্ঞপ্তি অনুযায়ী খেলোয়াড়দের ১ কোটি এবং প্রধান কোচ ও কোচিং স্টাফের অন্য সদস্যসহ বাকিদের ৫০ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। কিন্তু পরে মিডিয়া ম্যানেজার, সামাজিক মিডিয়া ম্যানেজার, ফিজিওসহ অন্যদের টাকার অঙ্কটা কমানো হয়েছে। যে টাকাটা ইনজামামের পুরস্কার বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।’
বিতর্ক আছে ইনজামামের বেতন নিয়েও। অন্য নির্বাচকরা মাসে বেতন পান ৩ লাখ রুপি করে। সেখানে প্রধান নির্বাচকের মাসিক বেতন ১২ লাখ রুপি। ব্যাপারটা নিয়ে পিসিবিতে একটা চাপা অসন্তোষও আছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া