adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে

Sri Lankan cricketer Angelo Mathews (R) plays a shot as Zimbabwe wicketkeeper Peter Moor (L) looks on during the second one-day international (ODI) cricket match between Sri Lanka and Zimbabwe at the Galle International Cricket Stadium in Galle on July 2, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। দুই দলেরই এবার এগিয়ে যাওয়ার পালা। হাম্বানটোটায় ৬ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায়।
হাম্বানটোটায় ম্যাচ আয়োজনের ভিন্ন চ্যালেঞ্জ হচ্ছে হাতির ভয়। কারণ, এই ভেন্যুর পাশেই হাতির অভয়ারণ্য অবস্থিত। স্টেডিয়ামের বাইরে ক্রিকেট ফ্যানদের উপর এমনকি স্টেডিয়ামেও হাতির আক্রমণের ভয় রয়েছে। তবে, কর্তৃপক্ষ এ ব্যাপারে সতর্ক। তারা এজন্য প্রহরী মোতায়েনের ব্যবস্থা করেছে।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে স্বাগতিক শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে ওয়ানিদু হাসারাঙ্গার হ্যাটট্রিকে দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীকাল হাম্বানতোতার আবহাওয়া শুষ্ক হলেও গরম থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নিচে।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), আসেলা গুনারতেœ, ওয়ানিদু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদ্বীপ।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): সলোমন মায়ার, হ্যামিলটন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, পিটার মুর (উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, ক্রিস এমপোফু/ডোনাল্ড তিরিপানো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া