adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনে সরফরাজদের সংবর্ধনা

NAWZস্পাের্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর কেটে গেছে পনের দিনেরও বেশি সময়। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড তাদের পরবর্তী মিশনে নেমে পড়েছে অনেক আগেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তানের পরিবেশটা অন্যরকম এখনো। শিরোপা জয়ের আনন্দে এখনো ভেসে যাচ্ছে দেশটি। ক্রিকেটাররা পাচ্ছেন একের পর এক সংবর্ধনা, অর্থ পুরস্কার। ৪  জুলাই মঙ্গলাবার যেমন সবচেয়ে বড় সংবর্ধনাটি পেলেন শহফরাজরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজের বাসভবনে সংবর্ধনা দিয়েছেন চ্যাম্পিয়ন ক্রিকেটারদের।
পাকিস্তানের ক্রিকেটারদের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে উষ্ণ অভ্যর্ধনা জানান দেশটির পানি ও বিদ্যুৎ মন্ত্রী আবিদ শের আলি, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী এহসান ইকবাল, তথ্য মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এ সময় শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটারদেরই সঙ্গে নয়, লর্ডস জয়ী পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গেও সাক্ষাৎ করেন দেশের শীর্ষ ব্যক্তিরা। খেলোয়াড়দের সঙ্গে টিম অফিসিয়াল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান, পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান নাজাম শেঠি এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এদিন প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেও সেই পুরস্কারে অর্থ অবশ্য পাওয়া হয়নি। কারণ বিষয়টি ঝুলে গেছে ইসলামাবাদ হাই কোর্টে। কোর্টের সবুজ সংকেত পেলেই কেবল মিলবে অর্থ পুরস্কার।
এই সংবর্ধনা অনুষ্ঠানেরই এক ফাঁকে পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান টেস্ট অধিনায়কত্ব নিতে অনুরোধ করেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজকে। সরফরাজ সম্মতি দিয়ে হয়ে যান তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক। আগে থেকেই ছিলেন ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক।ইন্টারেনট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া