adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ পরিবহনে ঢাকায় ফিরছিলেন মজহার : র‌্যাব

MAZHARডেস্ক রিপাের্ট : কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহার খুলনা থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

৩ জুলাই সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধারের পর এ কথা জানায় র‌্যাব।

এর আগে, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী ফরিদা আক্তার রাজধানীর আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার জিডি নং ১০১।  

সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। এরপর স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। এতে স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি ডিএমপি’র তেজগাঁও বিভাগ পুলিশকে জানান। তারপর থেকে উদ্ধারের আগ পর্যন্ত র‌্যাব-পুলিশের অভিযান অব্যাহত ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া