adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোকে গুঁড়িয়ে কনফেডােরশন্স কাপে তৃতীয় পর্তুগাল

PORTULস্পোর্টস ডেস্ক : রোনালদোবিহীন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে পর্তুগীজরা। কনফেডারেশন কাপের এবারের আসরের শিরোপা প্রত্যাশী পর্তুগাল শেষতক মেক্সিকানদের ২-১ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়ে রাশিয়া ছাড়ছে।

প্রথমার্ধে তো বেশ হাড্ডা হাড্ডি লড়াই হযেছিলো দুই দলের মধ্যে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে এসে মেক্সিকোর ভাগ্য খুলে দেয় পর্তুগীজরাই। পর্তুগালের ডিফেন্ডার লুইস নেতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকানরা। জিতেই যেতে পারতো দলটি। জয়ের সুবাতাসও পাচ্ছিলো।

কিন্তু বিপত্তি ঘটলো অতিরিক্ত সময়ে। দ্বিতীয়বারের মতো আবারও পেনাল্টি পায় পর্তুগাল। মার্টিন্সের ফ্লিক লেয়ানের হাতে লাগলে স্পট কিক থেকে আবার শট নেন আন্দ্রে সিলভা। এবার আর ভুল করেননি তিনি। ওচোয়াকে ভুলদিকে ঝাঁপাতে বাধ্য করে ২-১ করেন রোনালদোর স্থলাভিষিক্ত এ ফরোয়ার্ড।

এরপর জয়সূচক গোলটি আসে ১০৪তম মিনিটে। সহজ সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন সিলভা। আদ্রিয়ান সিলভার গোলে মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন্স কাপে তৃতীয় হয়েছে পর্তুগাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া