adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমার সামনেই আমার ছবির দর্শকরা কেঁদেছে’

DUBবিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে ফারুকী-তিশার সিনেমা ভাগ্যটাতো এককথায় সোনায় সোহাগার মতো। অন্যদিকে অংকের সূত্রটাও মোটামুটি এমন: ফারুকীর ছবি + তিশার অভিনয় = পুরস্কার, সম্মাননা, সাফল্য। সর্বশেষ ‘ডুব’ ছবির ক্ষেত্রে এমন ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। 

বহুল আলোচিত ছবি ডুব মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে কমেরসান্ত জুরি প্রাইজ অর্জনের মাধ্যমে। এই অর্জনের উপভোগটাও কিন্তু তাদের স্মৃতিতেই সবচেয়ে বেশি উজ্জ্বল। কারণ, উত্সবের বিচারক আন্দ্রেই প্লাখভ, যিনি কিনা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকের অনারারি প্রেসিডেন্টও; তার কাছ থেকেই ফারুকী নিয়েছেন এ পুরস্কার। আর সবচেয়ে কাছে দাঁড়িয়ে সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্বয়ং তিশা।

মস্কো চলচ্চিত্র উত্সবের ডুব নিয়ে ফারুকী জানালেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের অভিজ্ঞতা নাকি তার নিজের কাছে ছিল ভীষণ প্রাণবন্ত আর উষ্ণতায় ঠাসা। ‘ডুব দেখে উত্সবে আগত দর্শকদের অনুভূতি প্রকাশ, চলচ্চিত্র সমালোচকদের বিশ্লেষণ— সবই ছিল নির্মাতা হিসেবে আমার জন্য বেশ ইতিবাচক আর অনুপ্রেরণা। আমি সত্যিই গর্বিত, আমার সামনেই আমার ছবির দর্শকরা কেঁদেছে। ভাষিক দূরত্ব থাকা সত্ত্বেও তারা যেভাবে ইশারা-ইঙ্গিতে ছবি নিয়ে নিজেদের অনভূতি প্রকাশ করার চেষ্টা করেছে, তা নির্মাতা হিসেবে আমার জন্য গৌরবের’— বলেন ফারুকী। 

একই সঙ্গে তিনি আরো যোগ করেন, সারা বিশ্ব থেকে যে কয়টি ছবি এ উত্সবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করেছে, সেগুলোর মধ্য থেকে আলাদাভাবে একটি বিশেষ সম্মাননা পাওয়া ডুব ছবির সামনের পথচলায় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া