adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্মঘটে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ‘বেকার’ ক্রিকেটাররা?

AUSTRALIAস্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বণিবনা না হওয়ার কারণে কি ধর্মঘটের ডাক দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দেশটির শীর্ষ ক্রিকেটাররা ১ জুলাই থেকে বেকার হয়ে পড়েছেন। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া প্রস্তাব তারা মেনে নেননি। কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। আগের চুক্তি ছিল ৩০ জুন পর্যন্ত। এখন প্রতিবাদে সামনে অস্ট্রেলিয়া 'এ' দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হতে পারে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থা এসিএ ওটা বয়কট করার কথা ভাবছে। রোববার তারা বৈঠকে বসবে সিদ্ধান্ত নিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ এবং ক্রিকেটারদের সংস্থা নিশ্চিত করেছে সমঝোতাটা হলো না। শুক্রবারের মধ্যে নতুন চুক্তিতে সই করার ডেডলাইন চলে গেছে। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা সই করেননি। আগেই তারা জানিয়েছিলেন, বৈষম্যের এই চুক্তিতে তারা সই করবেন না। বেকারত্ব মেনে নেবেন, তবুও না। তাই হয়েছে। সিএ কিছুটা পরিবর্তিত চুক্তি সামনে আনলেও সেটি মানেননি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ক্রিকেট ১৯৭০ এর কেরি প্যাকার ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিপ্লবের পর এই প্রথম এতো বড় সঙ্কটে। সামনের আগস্টে বাংলাদেশ সফর, তারপর ভারত সফর এবং ঐতিহ্যবাহী অ্যাশেজ, সব এখন হুমকিতে।
দেশটির শীর্ষ ফাস্ট বোলার জশ হ্যাজলউড ক্রিকেটারদের পক্ষে জানিয়ে গেছেন, অন্যায় চুক্তিতে সই করার চেয়ে তাদের কাছে বেকারত্ব বরণ করা অনেক ভালো। 'অবশ্যই আমাদের যা করার দরকার তা করবো'- বলেছেন হ্যাজলউড। খেলোয়াড়দের সংস্থা সেই সাথে জানিয়ে দিয়েছে রোববার তারা সিডনিতে বৈঠকে বসবে। সেখানে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসিএ জানাচ্ছে তাদের ২০০'র বেশি ক্রিকেটার শনিবার থেকে বেকার। রোববারের বৈঠকে তারা সমাধানের বিষয়ে আলাপ করবেন। কিন্তু সমাধান সহসা আসবে বলে মনে হচ্ছে না। তাই বেকার পুরুষ ও নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটি তহবিল খোলার সিদ্ধান্ত আসবে। এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার নিকোলসন বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া 'এ' দলের জন্য বোর্ড খেলোয়াড় পাবে কি না সেই সিদ্ধান্তও নেবেন তারা। ৮ জুলাই শুরু ওই সফর।
এদিকে ঘুম থেকে উঠে যদি জানেন চাকরি নেই তাহলে কেমন লাগে সেটা জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মুখ থেকে। হ্যাজলউডই তো বললেন, 'এটা ভিন্ন এক অনুভূতি।' এই নতুন অভিজ্ঞতার কথা হ্যাজলউড বর্ণনা করেছেন এভাবে, '১০ বছর ধরে এমন চুক্তির পর ভিন্ন এক পরিস্থিতিতে পড়া অন্যরকমই। দেখা যাক কি হয়।' অস্ট্রেলিয়ার নারী দল এখন বিশ্বকাপ খেলছে ইংল্যান্ডে। তারা অবশ্য ভিন্ন একটি বিশেষ চুক্তির আওতায়। তাদের চুক্তি শেষ হবে বিশ্বকাপের পর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া