adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিদান পুত্র এনজো রিয়াল ছেড়ে আলাভেসে

ZIDANস্পাের্টস ডেস্ক : বাবা রিয়াল মাদ্রিদের কোচ। ফুটবলার হিসেবে সর্বকালের সেরাদের একজন। কোচ হিসেবেও পাচ্ছেন দারুণ সাফল্য। গত মৌসুমেই যেমন ক্লাবকে ডাবল জিতিয়েছেন। কিন্তু বড় ছেলে এনজো জিদান কি বাবার পথে হাঁটতে পারছেন? রিয়ালের একাডেমিতে ফুটবলের পাঠ নিয়েছেন। খেলেছেন ক্লাবটির ‘বি’ও ‘সি’ দলে। সর্বশেষ মৌসুমে অভিষেক রিয়ালের জার্সিতেও। কিন্তু এক ম্যাচের বেশি সুযোগ পাননি। একাধিক ম্যাচে সুযোগ পাওয়ার লক্ষ্যে হোক বা অন্যকিছু, রিয়াল ছেড়ে আলাভেসে পাড়ি জমাচ্ছেন এনজো।
বাবা জিদান এনজোর দল পরিবর্তনের সিদ্ধান্তে সবুজ সংকতও দিয়েছেন। ২২ বছর বয়সী মিডফিল্ডার এনজো জিদান আলাভেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। এর মধ্য দিয়ে বার্নাব্যুর সঙ্গে এনজোর ৯ বছরের সম্পর্কের ইতি ঘটলো। ফরাসি কিংবদ্বন্তি জিদানের বড় পুত্র এনজো রিয়ালের একাডেমির তৈরি। গত মৌসুমে কোপা দেল রেতে লিওনেসের বিপক্ষে রিয়ালের মূল জার্সিতে অভিষেক এনজো। সেই ম্যাচে গোলও করেন তিনি। তবে রিয়ালে তারকা খেলোয়াড়দের ভিড়ে জিদান পুত্রের ওই এক ম্যাচের বেশি খেলা হয়নি। 

এনজো রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের হয়ে ৭৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। রিয়াল ‘সি’ দলের হয়ে ২৬ ম্যাচ খেলে ৪ গোল করেন এনজো। আলাভেস তাদের ওয়েব সাইটে একটি বিবৃতিতে লিখেছে, ‘দেপোর্দিভো আলাভেজ এনজো জিদানকে স্বাগত জানাচ্ছে এবং নতুন মৌসুমের জন্য শুভকামনা জানাচ্ছে।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া