adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীরে ঈদ জামাতের পর পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষ

EIDআন্তর্জাতিক ডেস্ক : ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ঈদের নামাজ আদায় করার পর ঈদগাহের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার শ্রীনগর ঈদগাহের বাইরে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ জামাতের পর উত্তর কাশ্মীরের বারমুলা জেলায় এ স্লোগানরত মুসল্লীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

জানা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও জলকামান ছুড়েছে।  

প্রতিবেদনে আরো বলা হয় শ্রীনগরের ওই ঈদ জামাতটিতে অন্তত ৫০ হাজার মুসল্লী ঈদ নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা ঈদগাহ মার্কেটের উদ্দেশে তারা লংমার্চ করতে চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা সংঘর্ষের কথা নাকচ করে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার দাবি করেছেন। তিনি বলেন, তাদের কাছে এখনো কোনও সংঘর্ষের তথ্য আসেনি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া