adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি সম্পর্কে জেনে নিন অজানা ৩০টি তথ্য

Messiস্পোর্টস ডেস্ক    : ২৪ জুন শনিবারই ৩০তম জন্মদিন পালন করলেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর কয়েকদিন পরই দীর্ঘদিনের বান্ধবী আনতোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। যদিও ইতিমধ্যে তাদের কোলজুড়ে চলে এসেছে দুটি সন্তান। এরই মধ্যে জন্মদিনটা ঘটা করে পালন করে ফেললেন ফুটবল রাজপুত্র।

৩০তম জন্মদিন উপলক্ষে ইএসপিএন-সকারনেট মেসি ভক্তদের জন্য অসাধারণ এবং বিরল ২০টি তথ্য তুলে ধরেছে। যেগুলো জাগো নিউজের পাঠকদের জন্যও তুলে ধরা হলো…

৩০ : বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মোট ৩০টি শিরোপা জিতেছেন তিনি।
২৯ : সেভিয়ার বিপক্ষে মেসির গোল সংখ্যা ২৯টি। যে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এটাই মেসির সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
২৮ : ২০১৩-১৪ সালে লা লিগায় মেসি গোল করেছেন ২৮টি। যে ম্যাচগুলোতে মেসি গোল করেছেন, সেগুলোর মধ্যে মাত্র দুটিতে হেরেছিল বার্সা।
২৭ : আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে মেসি মোট গোল করেছেন ২৭টি।
২৬ : লা লিগায় মেসির সর্বমোট হ্যাট্রট্রিকের সংখ্যা ২৬টি।
২৫ : লা লিগায় মেসি যখন ২০০ তম গোল করেন, তখন তার বয়স ছিল ২৫।
২৪ : ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেসি বার্সায় খেলেছেন ১৯ নাম্বার জার্সি পরে। এ সময় মোট ২৪টি গোল করেছেন তিনি।
২৩ : রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির গোলের সংখ্যা ২৩টি। এল ক্ল্যাসিকোয় সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এটা।
২২ : বার্সেলোনা বি দলের হয়ে মেসি সর্বমোট খেলেছেন ২২ ম্যাচ।
২১ : লা লিগায় ২০১২-১৩ মৌসুমে টানা ২১ ম্যাচে গোল করেছেন মেসি। লা লিগার ইতিহাসে টানা গোল করার রেকর্ডও এটি।
২০ : ২০১৬-১৭ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি মোট ২০টি ফাউলের শিকার হয়েছিলেন।
১৯ : ২০১২-১৩ মৌসুমে মোট ১৯টি দলের বিপক্ষেই গোল করেছিলেন মেসি। অর্থ্যাৎ, লা লিগার সবগুলো দলের বিপক্ষেই গোল করেছেন তিনি।
১৮ : ১৮ বছর বয়সেই বিশ্বকাপে প্রথম গোল করেন মেসি। 
১৭ : কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে মোট ১৭টি গোল করেছেন মেসি। যে কোনো সময়ের জন্য সেরা এটি।
১৬ : ২০১৬-১৭ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মোট ১৬টি অ্যাসিস্ট করেছেন মেসি।
১৫ : ২০১৪-১৫ মৌসুমে মেসি ১৫টি গোল বেশি করেছেন আগের মৌসুমের চেয়ে। ২০১৩-১৪ মৌসুমে মেসি গোল করেছেন ২৮টি। পরের মৌসুমে করেছেন ৪৩টি গোল।
১৪ : ২০১১-২০১২ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি গোল করেছেন ১৪টি।
১৩ : এ নিয়ে বার্সেলেনোয় মোট ১৩টি মৌসুম খেলে ফেলেছেন মেসি।
১২ : ২০১২ পঞ্জিকাবর্ষে আর্জেন্টিনার হয়ে মোট ১২টি গোল করেন তিনি।
১১ : ১১টি লা লিগা মৌসুমে টানা ১০টি কিংবা তার বেশি গোল করেছেন তিনি।
১০ : ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে মোট ১০টি গোল করেছেন তিনি। যদিও তার চেয়ে বেশি গোল করেছেন লুইস সুয়ারেজ।
৯ : ২০১৭ (চলতি বছর) ক্যালেন্ডার বর্ষে মোট ৯ জোড়া গোল করেছেন মেসি।
৮ : বার্সায় এখনও পর্যন্ত মোট ৮টি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।
৭ : ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ৮৬ মিনিটের পর মেসি গোল করেছেন মোট ৭টি। প্রতিযোগিতার ইতিহাসেই যা সর্বোচ্চ।
৬ : লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মোট ৬বার।
৫ : সেরা ফুটবলারের পুরস্কার ব্যলন ডি’অর জিতেছেন মোট ৫বার। যা সর্বোচ্চ।
৪ : মোট চারবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
৩ : ৩বার জিতেছেন উয়েফা সুপার কাপের শিরোপা।
২ : অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে মোট ২ গোল করেছেন মেসি।
১ : আর্জেন্টিনার হয়ে জিতেছেন একটি অলিম্পিক স্বর্ণপদক (২০০৮ বেইজিং অলিম্পিকে)।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া