adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত পাকিস্তানে ১২৩

Pakistan-1আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুর শরকিয়া এলাকায় একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন।

রবিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও দ্য ডন এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। এসময় কন্টেইনারের লিকেজে আগুন ধরে গেলে এটি বিস্ফোরিত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

পাঞ্জাবের জরুরি সেবা প্রতিষ্ঠান ‘রেসকিউ ১১২২’র মহাপরিচালক (ডিজি) ড. রেজওয়ান নাসির বলেন, এ দুর্ঘটনায় আহত ৪০ জনের মতো লোককে বাহাওয়ালের ভিক্টোরিয়া হাসপাতাল ও শরকিয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিজওয়ান জানান, আহত অনেকের গায়ের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাই আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মী সূত্রে জানা যায়, ছিদ্র হয়ে যাওয়া একটি তেলের ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন লোকজন। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, তেলের ট্যাঙ্কারের কাছাকাছি থাকা কিছু ব্যক্তি সিগারেট সেবন করছিলেন। এ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আগুনে ৭৫টি মোটরসাইকেল ও চারটি গাড়ি পুড়ে যায়। এতে হতাহত ব্যক্তিদের অধিকাংশই আশপাশের এলাকার বাসিন্দা। বাকিরা পথচারী।

উদ্ধারকর্মীদের কাছ থেকে জানা যায়, অগ্নিদগ্ধদের পরিচয় পাওয়া যায়নি। ডিএনএর নমুনা সংগ্রহ করেই কেবল তা সম্ভব হতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া