adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েদের দেখতে বেশ্যালয়ে যান: মমতাকে তসলিমা নাসরিন

TASLIMAডেস্ক রিপাের্ট : বিশ্বের ৬৩টি দেশকে পেছনে ফেলে ‘কন্যাশ্রী প্রকল্প’র জন্য জাতিসংঘের কাছ থেকে পুরস্কার পেয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পটি কন্যা সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে ২০১৩ সালে চালু হয়। তবে এ প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের নারীদের সার্বিক উন্নয়নে কাজে লাগেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার মতে, এখনও অনেক পিছিয়ে রয়েছে রাজ্যের সব স্তরের নারীরা।

২৪ জুন শনিবার সকালে তসলিমা নাসরিন তার ফেসবুকে লিখেছেন, ‘রাষ্ট্রপুঞ্জ মমতা বন্দোপাধ্যায়কে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কৃত করেছে। চমৎকার! কন্যাদের শ্রী দেখতে চাইলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেশ্যালয় কলকাতার সোনাগাছি ঘুরে আসুন, ঘুরে আসুন কালীঘাট, বউবাজার, খিদিরপুর, লেবুতলার বেশ্যালয় ,কন্যারা কী করে পূতিগন্ধময় নিকৃষ্ট পরিবেশে যৌনদাসীর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে দেখে আসুন। কী করে কন্যাশিশু পাচার হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে পতিতালয়গুলোতে প্রতিদিন, দেখে আসুন। কন্যারা শুধু ধর্ষণের নয়, গণধর্ষণের শিকার হচ্ছে। রাস্তা ঘাটে অলিতে গলিতে কন্যাদের যৌন হেনস্থা দিন দিন বাড়ছে। ঘরের ভেতর শত শত কন্যা প্রতিদিন স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতন সইছে দেখে আসুন। লেখাপড়া জানা কন্যারাও নির্যাতন অসহ্য হয়ে উঠলে আত্মহত্যা করছে , চলুন দেখে আসি কত শত কন্যাকে পণপ্রথার শিকার হতে হচ্ছে, বধূহত্যার হারই বা কেমন বাড়ছে দেখে আসি। বাল্যবিবাহের শিকার কত লক্ষ কন্যা, দেখে আসি চলুন। কী বলছি কী! আমি কী করে দেখবো, আমার তো পশ্চিমবঙ্গে প্রবেশ নিষেধ! কারণ আমি যে মস্ত বড় এক অপরাধ করেছি! কন্যাদের সমানাধিকার চেয়ে দু’ডজন বই লিখেছি!!’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া