adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে আমু – খালেদা জিয়া খায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের

AMUনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা তীর্যক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে তিনি বলেন, ‘খায় দায় ভাতারের, গান গায় নাঙয়ের। খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আমির হোসেন আমু। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে বলেন, ‘এমনিভাবে তারা পাকিস্তানের প্রেমে পাকিস্তানের দালালদের নিয়ে সরকার গঠন করে, আজকে তারা বাংলার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। যেমনি পাকিস্তানিরা বুঝতে পেরেছিল বঙ্গববন্ধুকে হত্যা না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা যাবে না। ঠিক তেমনি তারা বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।’

তিনি বলেন, ‘তাই বার বার তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

এর আগে অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকে বক্তব্য দিয়েছেন। এটা অনভিপ্রেত। বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভেতর ভালো-খারাপ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। এসবের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু এ জন্য অপেক্ষা না করে যারা সমালোচনার নামে কটাক্ষ-কটূক্তিপূর্ণ মন্তব্য করছেন, তা দুঃখজনক।’

তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই সংসদে ২০১২ সালে সর্বসম্মতিক্রমে যখন পাস হয়, তখন কেউ এটা নিয়ে কোনো আপত্তি করেনি।’

আমু বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির উদ্দেশে বলেন, ‘এতদিন তারা কিছু নিয়ে কথা বলেননি। তারা শুধু কটূক্তি-সমালোচনা করেছে। স্বৈরশাসনের ফলে যাদের সৃষ্টি করা হয়েছে, তাদের চিন্তা-চেতনা সে রকমই থেকে যায়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া