adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিম বললেন-ফখরুলের গাড়িবহরে হামলাকারীরা গণতন্ত্রের শত্রু

NASIMনিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলায় জড়িতরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ১৯ জুন সোমবার রাজধানীর একটি হোটেলে ‘কিশোর-কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক জাতীয় কৌশল ২০১৭-২০৩০’ প্রচার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাওয়ার পথে রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিবের গাড়িবহর। বিএনপি এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেও দলটি তা অস্বীকার করে আসছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এ ধরনের হামলা সমর্থনযোগ্য নয়, যারা এটি করেছে তারা জঘন্য একটি কাজ করেছে। আমরা কারও ওপর হামলা করার পরিকল্পনা নিয়ে রাজনীতি করি না।’
তিনি বলেন, ‘এ হামলাকারীরা কোনো দলের বন্ধু হতে পারে না। এরা আমাদের বন্ধু নয়, তারা গণতন্ত্রের শত্রু। আওয়ামী লীগ এমন কাজ সমর্থন করে না। হামলাকারীরা যে দলেরই হোক, এ ঘটনার ক্ষমা নেই। জড়িতদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা বলেন, ‘আমরা বন্ধুত্বের রাজনীতিতে বিশ্বাস করি। অতীতে আমাদের ওপর, প্রধানমন্ত্রীর ওপর অসংখ্যবার হামলা হয়েছে। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।’
ইউনিসেফ, ইউএনএফপিএ ও বিশ্ব স্বাস্থ্যসংস্থার সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া