adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্ছ্বাসে উল্লাসে সরফরাজদের বরণ করলো পাকিস্তান

SARFARAJস্পোর্টস ডেস্ক : রাস্তার দুই পাশে সমর্থকদের ভিড়, হাতে প্রিয় দলের পতাকা, ফেস্টুন, ব্যানার আর প্লাকার্ডে ছেয়ে গেছে চারপাশ। তিল ধারণের ঠাঁইও নেই। চ্যাম্পিয়নস ট্রফির মুকট জয়ের নায়কদের বরণ করে নিতে এমনসব আয়োজন করেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।
রাতের অন্ধকার পেরোতেই করাচী এবং লাহোর সেজেছে নতুন রূপে। প্রতিদিনের কাক ডাকা ভোর মঙ্গলবার জেগেছে হাজার হাজার মানুষের হৈ হুল্লোড়ে। সেøাগানে সেøাগানে মুখর হয়েছে রাজপথ। কেবল রাজপথই নয়, বাড়ির ছাদ থেকে শুরু করে বাসার বেলকনিতেও জমেছে উচ্ছ্বাসের আবহ।

PKপ্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তোলা পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ আহমেদ। তাকে পুরস্কৃত করতে ভুল করেননি পাক সমর্থকরা। তার দীর্ঘায়ু কামনা করে অনেকেই গলা ফাটিয়েছেন। ‘সাবাস সরফরাজ, সাবাস।’ সরফরাজও গোটা দেশকে উৎসর্গ করেছেন এই ট্রফি। ‘এই জয় পুরো দেশের জয়। দেশের জন্যেই আমরা শিরোপা জিতছি।’
উল্লেখ্য, ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে ধসিয়ে দেয় আমির-শোয়েবরা। আর সেমির দৌড়ে শ্রীলঙ্কাকে বিদায় করে দারুণ সূচনা করে পাকিস্তান। সেমিফাইনালে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পায় পাকিস্তান। সর্বশেষ ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করে পাকিস্তান। ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া