adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ আনন্দ মেলায় শিল্পী কণাকে শূন্যে ভাসিয়ে দিবেন জাদুশিল্পী জুয়েল আইচ

JUELবিনোদন ডেস্ক : দীর্ঘ ২৫ বছর পর একটি ভিন্নধর্মী জাদু নিয়ে টিভি পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি জাদুশিল্পী জুয়েল আইচ।

আরব্য উপন্যাসের উড়ন্ত কার্পেটের একটি জাদু নিয়ে ঈদ আনন্দমেলায় উপস্থিত হচ্ছেন তিনি। এই প্রসঙ্গে জুয়েল আইচ বলেন, ‘উড়ন্ত কার্পেটের এই জাদুটি শুধু এশিয়াতে নয়, সারা বিশ্বের কোনো জাদুশিল্পী দেখাতে পারেননি। এই প্রথম আমি এই জাদুটি করে দেখালাম ঈদ আনন্দমেলা অনুষ্ঠানে। 

এখানে দেখা যাবে, আমি একজনকে কার্পেটের ওপর শুয়ে দিয়ে শূন্যে ভাসিয়ে দিই। এখানে আমাকে সাহায্য করেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। তাকে আমি কার্পেটের ওপর শুয়ে দিই। কার্পেটটি যখন নিচে নেমে আসে সব দর্শক আমাকে দাঁড়িয়ে সম্মান জানায়। আমার বিশ্বাস জাদুটি সবার ভালো লাগবে। ’

বিটিভির ঐতিহ্যবাহী ঈদ আনন্দমেলা  ঈদের দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে। এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করেছেন সজল ও নাবিলা।

প্রযোজনা করেছেন আনোয়ার রঞ্জু ও মাহফুজার রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া