adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবী হত্যার দায়ে মিসরে ৩১ জনের মৃত্যুদণ্ড

EGYPTআন্তর্জাতিক ডেস্ক : মিসরের প্রসিকিউটর জেনারেল হিশাম বারাকাতকে হত্যার দায়ে ৩১ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ গ্র্যান্ড মুফতির বিবেচনার জন্য এ সংক্রান্ত নথিপত্র দাখিল করেছে ফৌজদারি আদালত। স্থানীয় টিভি চ্যানেলগুলোর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

দুই বছর আগে হিশাম বারাকাতকে ২০১৫ সালের গ্রীষ্মে হত্যা করা হয়। এসময় তার গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়।

মিসরের আইন অনুযায়ী কোনো মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির অনুমোদন নিতে হয়। আগামী ২২ জুলাই এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।  

রায়ে এই ৩১ জন ছাড়াও ৩৬ জনের ব্যাপারেও সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এদের সবাই দেশের শীর্ষ আইনজীবীকে হত্যা করা এবং এর ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও বিস্ফোরক মজুদ করার জন্য অভিযুক্ত। সূত্র: তাস নিউজ এজেন্সি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া