adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহবুব হারুন আবারো জাতীয় হকি দলের কােচ

MahbubHarunক্রীড়া প্রতিবেদক : আবারো জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন মাহবুব হারুন। জার্মান কোচ অলিভার কার্টজকে বরখাস্ত কারর পর বৃহস্পতিবার হারুনকে হায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এর আগে বিভিন্ন মেয়াদে রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নদের কোচিংয়ের দায়িত্বে ছিলেন দেশের সাবেক এই হকি তারকা। ঘরের মাঠে সর্বশেষ ওয়ার্ল্ড হকি লিগে অলিভারের সহকারী হিসেবে ছিলেন হারুন।
দায়িত্ব পেলেও এখনই কাজ শুরু করছেন না মাহবুব হারুন। অক্টোবরে অনুষ্ঠেয় এশিয়া কপের আগে শুরু হওয়া বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প চলবে রোববার পর্যন্ত। এরপর ঈদের ছুটি। ঈদের পর ৫ জুলাই থেকে ফের শুরু হবে হকি দলের প্রস্তুতি ক্যাম্প। হারুনের অধীনেই শুরু হবে সেই ক্যাম্পটি।

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বেশ সফল হারুন। দুইবার তার অধীনে এশিয়ান হকি ফেডারেশন  (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে এর মাঝে বেশ ক’বার বিদেশি কোচ নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। সেই বিদেশিরা চলে গেলে হারুনের উপরই পড়েছে জাতীয় দলের দায়িত্ব। এবারও হলো তাই । যদিও অলিভার বরখাস্ত হওয়ার পর কোচের আলোচলায় হারুনের পাশাপাশি আরেক সাবেক হকি তারকা মামুন-উর রশিদ এর নামও শোনা যাচ্ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া