adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাইট শেয়ারের জন্য আবেদন সাউথইস্ট ব্যাংকে

SOUTHESTডেস্ক রিপাের্ট : রাইট শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করেছে সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই আবেদন করে।

এর আগে গত ৮ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই রাইট ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে কোম্পানিটি বিএসইসির অনুমতি পেলেই কেবল এই রাইট ইস্যু করতে পারবে।

কোম্পানিটি ১:২ অনুপাতে (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) শেয়ার ইস্যু করতে চায়। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২ টাকা ৫০ পয়সা প্রিমিয়াম মিলে সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার কিনতে পারবে বিনিয়োগকারীরা। গত ২২ মে এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির অনুমোদিত মুলধন দেড় হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানিটি ব্যাংকের মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাসেল টু এর শর্ত পূরণ করতে চায়। রাইটের মাধ্যমে (প্রিমিয়ামসহ) কোম্পানিটি ৫৭৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা তুলবে। রাইটের পরে পরিশোধিত মুলধন হবে ১ হাজার ৩৭৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া