adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইলে ভ্যাট প্রদানে ইউওয়াই সফটওয়্যার

SOFTডেস্ক রিপাের্ট : আগামী মাস থেকে অলনাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদানের বাধ্যবাধকতা কার্যকরের আগেই অনলাইনে ভ্যাটের বিশেষায়িত কম্পিউটিং সুবিধা চালু করা হলো। ভ্যাট ব্যবস্থাপনা সফটওয়্যার অবমুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকর্ভুক্ত দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইউওয়াই সিস্টেম।  

বুধবার (১৪ জুন) থেকে এই সফটওয়্যারটি অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।

ইউওয়াইসিস্টেম ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যমে ব্যবসায়ীরা ক্রয় হিসাব পুস্তক (৬.১), বিক্রয় হিসাব পুস্তক (৬.২), কর চালানপত্র (৬.৩), চুক্তিভিত্তিক  উৎপাদনের চালনপত্র (৬.৪), পণ্য স্থানান্তর চালানপত্র (৬.৫), উৎসে কর কর্তন সনদপত্র (৬.৬), ক্রেডিট নোট (৬.৭), ডেবিট নোট (৬.৮), টার্নওভার কর চালনাপত্র (৬.৯), দুই লাখ টাকার বেশি মূল্যমানের ক্রয়-বিক্রয় চালানপত্রের তথ্য (৬.১০), সম্পূরক শুল্ক সমন্বয়ের আবেদনপত্র (৭.১), মূল্য সংযোজন কর দাখিলপত্র (৯.১) এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা আরও অনেক কার্যতালিকা এবং প্রতিবেদন তৈরি করতে পারবেন পিসিতেই।

ভ্যাট ম্যানেজম্যান্ট সফটওয়্যারটি এসএপি, ওরাকল অথবা অন্য কোনও এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) সফটওয়্যারের সঙ্গে মিলিয়ে দেয়া যাবে। কোনও প্রতিষ্ঠান ইতেমধ্যে হিসাব সংরক্ষণ সংক্রান্ত অন্য কোনও সিস্টেম ব্যবহার করলেও ইউওয়াই সিস্টেম সফটওয়্যারটি স্থাপনে কোনও সমস্যা হবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ইওয়াই সিস্টেম প্রধান নির্বাহী ফারহানা এ রহমান বলেন, এনবিআর-এর নতুন ভ্যাট আইন নিয়ে যারা কাজ করেন সেসব শীর্ষ বিশেষজ্ঞদের তত্বাবধানে ইউ ওয়াই সিস্টেমসের ভ্যাট ম্যানেজম্যান্ট সফটওয়্যারটির নির্মিত। সিস্টেমটি সফলভাবে পরিচালনার জন্য সপ্তাহের সাত দিনেই ২৪ ঘণ্টা করে সেবা প্রদান করবে।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী সব ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ম্যানুয়াল পদ্ধতিতে কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করতে হতো। তবে নতুন আইনে ব্যবসায়ীদের মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে অনলাইনে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া