adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স হারাল ইংল্যান্ডকে

FOOT BALLস্পোর্টস ডেস্ক : শুরুতে এগিয়ে গিয়েও পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডকে। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ফ্রান্স শেষ দিকে প্রতিপক্ষের উপর একচেটিয়া চাপ ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

মঙ্গলবার (১৩ জুন) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ফ্রান্স।

ম্যাচ শুরুর নবম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। ডান দিক থেকে ডেলে আলির লম্বা ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে রাহিম স্টার্লিং ব্যাকহিল করেন ছুটে আসা রায়ান বার্ট্রান্ডকে। সাউথ্যাম্পটনের এই ডিফেন্ডারের আড়াআড়ি পাস গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন কেইন।

২২তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। অলিভিয়ে জিরুদের হেড গোলরক্ষক টম হিটন ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল ফাঁকায় পেয়ে উমতিতি লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে স্বাগতিকদের এগিয়ে নেন সিদিবে। মূল কৃতিত্ব অবশ্য দেম্বেলের। দ্রুত ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডারের শট এবারও ঠেকিয়েছিলেন হিটন কিন্তু ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে জড়ান মোনাকোর ডিফেন্ডার সিদিবে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় ফরাসিরা। আলিকে ডি-বক্সে রাফায়েল ভারানে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং পরক্ষণেই ভিডিও রেফারির দিকে ইঙ্গিত করেন। পরে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারানেকে লাল কার্ডও দেখান। কেইনের সফল স্পটকিকে সমতায় ফেরে ইংল্যান্ড।

সবশেষে ৭৮তম মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা। পল পগবার পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে এমবাপে বল বাড়ান ডান দিকে দেম্বেলেকে। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া