adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরাট কোহলি হুমকি দিলেন বাংলাদেশকে

KOLIস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। এটা স্বপ্ন নয়, এখন বাস্তবতা। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে ইংল্যান্ডের সঙ্গে শেষ চারে উঠেছে বাংলাদেশই। ফাইনালে ওঠার লড়াইয়ে এখন মাশরাফিদের প্রতিপক্ষ ভারত। বিরাট কোহলিদের বিপক্ষে ১৫ জুন, বার্মিংহ্যামের এজবাস্টনে মাঠে নামবে টিম বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির টিকিট কেটে নেয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশই হচ্ছে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ। বিষয়টা নিশ্চিত হওয়ার পরই বলতে গেলে বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক কোহলি। সাংবাদিকদের তিনি বলে দিলেন, ‘বার্মিংহ্যাম জায়গাটা আমাদের খুব পছন্দের। পিচটা আমাদের খেলার ধরনের পক্ষে মানানসই।’
অর্থ্যাৎ বলে দিতে চাইলেন, ‘যেই হোক প্রতিপক্ষ, আমরা আমাদের পছন্দের ভেন্যুতেই খেলতে যাচ্ছি। সুতরাং, সাধু সাবধান।’
ভারতীয় মিডিয়া তো ইতিমধ্যেই বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্যে বারুদ ছড়াতে শুরু করে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘সাম্প্রতিককালে বাংলাদেশে তাদের (কোহলিদের) শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে বেশ কয়েক বার। তবু বার্মিংহামে ফেভারিট হিসেবেই শুরু করবেন তারা (ভারতীয় দল)। ভারতীয় জনতাও ফের সংখ্যাধিক্য হওয়ার কথা। জনসমর্থনও তাই প্রচুর থাকবে।’
আনন্দবাজার তাদের এক রিপোর্টের শেষ অংশে লিখেছে, ‘এজবাস্টনে যদি বাংলাদেশ সামনে পড়ে, আরও আগ্রাসী ভারতকে দেখা যাবে, লিখে দেওয়া যায়। ডি ভিলিয়ার্স খুব ভাল বন্ধু কোহালির। বাংলাদেশে তেমন কোনও বন্ধু আছে বলে শোনা যায়নি!’ ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া