adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে গেলন সরফরাজ

PKস্পাের্টস ডেস্ক :  ভক্তদের বেশ ভয়ই পাইয়ে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। লঙ্কানদের ছুঁড়ে দেয়া ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীরে ধীরে জয়ের দিকেই এগুচ্ছিলো পাকিস্তান শিবির। 

পাকিস্তানিদের ভয় পাইয়ে দেয়া ম্যাচটিকে টেনে তুলে জিতিয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ আমিরের সাথে ৭৫ রানের বিশাল জুটি গড়েই ৩১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় পাক শিবির। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে খেলতে হবে সরফরাজ এণ্ড কোংদের।

দলকে খাদের কিনার থেকে তুলে এনে দলকে সেমিফাইনালে তোলার পুরষ্কার হিসেবে ম্যাচ সেরাও হয়েছেন সরফরাজ।

দু-দুটি ক্যাচ মিসের খেসারত হিসেবে পরাজয়ের তেতো স্বাদ নিতে হচ্ছে এই আসরে ইনজুরি আক্রান্ত্র শ্রীলঙ্কাকে।

দলীয় ৭৪ রানের সময় ভাঙে প্রথম জুটি। নুয়ান প্রদীপের করা ১২তম ওভারের দ্বিতীয় বলে গুনারত্নের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার ফখর জামান। ফেরার আগে তিনি ৩৬ বলে ৫০ রান করেন। এরপর ১৭তম ওভারে আবারও নুয়ান প্রদীপের করা বলেই ফিরে যেতে হয় টপ অর্ডার মোহাম্মদ হাফিজকে। দলীয় রান তখন ৯৫।

সুরঙ্গা লাকমালের করা ২০তম ওভারে আবারও ধারাবাহিকভাবে সাজঘরে ফিরে পাকিস্তানিরা। এই ওভারের দ্বিতীয় বলে মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আজহার আলী। ফেরার আগে ৩৪ রান করেন তিনি। দলীয় রান তখন ১১০।

দলীয় ১৩১ রানের সময় মাত্র ১১ রান করে ফিরে যান শোয়েব মালিক। লাসিথ মালিঙ্গার করা ২৫তম ওভারের পঞ্চম বলে উইকেট রক্ষক নিরোশান দিওয়ালার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি।

এরপরের ওভারে নুয়ান প্রদীপের করা ২৬তম ওভারের চতুর্থ বলে একইভাবে উইকেট রক্ষক নিরোশান দিওয়ালার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ইমাদ ওয়াসিম। দলীয় রান তখন ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান।

এরপর ৩০তম ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ফাহিম আশরাফকে। ফাহিম আশরাফ ১৫ বলে ১৫ রান করেন। দলীয় রান তখন ১৬২। 

এরপর মোহাম্মদ আমিরের সাথে দুর্দান্ত জুটি গড়েন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পায় দলটি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তাদের ভাগ্য ইংল্যান্ডের সাথে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া