adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহ-মোস্তাফিজ-সাব্বিরদের উচ্ছ্বাস

Mustafizস্পাের্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বৈশ্বিক টুর্নামেন্টের এতো বড় আসরে এটিই বাংলাদেশের প্রথমবারের মতো শেষ চারে খেলার যোগ্যতা অর্জন। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুরন্ত জয়েই তৈরি হয়েছিল সম্ভাবনা। তবে একটা অনিশ্চয়তাও ছিল। ১০ জুন শনিবার ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিতে চলে যেতে অস্ট্রেলিয়া। বাদ পড়তো টাইগাররা। সেটি হয়নি। বৃষ্টি আইনে হার মানতে হয়েছে অজি দলকে। তাতে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা ইংলিশদের সঙ্গে শেষ চার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এমন প্রাপ্তিতে দেশ জুড়ে টাইগার ভক্তদের মনে এখন শুধুই আনন্দের বন্যা। যারা বাংলাদেশের স্বপ্নস্রষ্টা,  সেই টাইগারদের মনের অবস্থা কি? নিজেদের এমন সাফল্যে আসলে আনন্দে ভাসছে  গোটা টিমই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ বুলালেই যেমন মিলছে সেইসব অভিব্যাক্তির প্রকাশ। টাইগারদের টাইমলাইনে যেন শুধুই আনন্দগীত।

নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে লিখেছেন, ‘ইংল্যান্ড বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারালো। অর্থাৎ বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ তে সেমি-ফাইনালে চলে গেলো। অভিনন্দন টাইগার্স। সেমি-ফাইনাল ম্যাচের জন্য শুভ কামনা।’

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান তো রীতিমতো ডিনারের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সৌম্য সরকারকেও। ‘দ্য ফিজ’ ছবিটির ক্যাপশনে লিখেছেন,‘উত্তেজনায় ভরপুর! ভালো খবর শোনার পর এখন আমরা ক্ষুধার্ত সতীর্থরা রাতের খাবার খাচ্ছি!’
সৌম্য সরকার লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের। বড় কোনো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো।’

রুবেল হোসেন কোনো এক ম্যাচে নিজের বুনো উল্লাসের ছবি পোস্ট করেছেন। ছবিটির উপরেই লেখা- 'অফ টু সেমিফাইনাল'। এতোটুকুতেই বোঝা যাচ্ছে কি বোঝাতে চাচ্ছেন তিনি। তারপরও আলাদা করে ক্যাপশন দিয়েছেন, ‘দ্যাটস ইট।! বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে সেমি-ফাইনালে যোগ দিল।’

সাব্বির রহমান লিখেছেন, ‘ম্যাচ শেষ এবং বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে চলে গেলো।’ এছাড়া সাব্বির নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমে নিজেদের বিজয় সঙ্গীত, ‘আমরা করবো জয়…’ গাওয়ার ভিডিওটি পোস্ট করেছেন। সাব্বির ছাড়াও ‘আমরা করবো জয়’ গাওয়ার ডিভিওটি পোস্ট করেছেন  মুশফিকুর রহীম, সাব্বির রহমান, তাসকিন আহমেদও।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া