adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাদ্দাফিপুত্র সাইফ সাধারণ ক্ষমায় মুক্ত

GADDAFIআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার নিহত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলামকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের অনুরোধে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে দেশটির বেসামরিক বাহিনির দাবি।

তবে সাইফকে মুক্তি দেয়ায় লিবিয়ায় আবারও অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

দেশটির বেসামরিক বাহিনির এক ব্যাটালিয়ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে এখনও জনতার সামনে হাজির করা হয়নি। কারামুক্ত সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন।

এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রচার হলে পরে সেটি ভুয়া খবর বলে প্রমাণ হয়। 

বিবিসির খবরে জানা যায়, সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। গেল ৬ বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনির হাতে আটক হন গাদ্দাফিপুত্র।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ জুলাই শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ বলপূর্বক দমনের চেষ্টা ও যুদ্ধাপরাধের দায়ে লিবিয়ার নিহত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির জ্যেষ্ঠপুত্র সাইফ আল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সাইফের পাশাপাশি আদালত গাদ্দাফি আমলের ৮ শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দিয়েছিল। এদের সবার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার নিদের্শ দেন আদালত।

২০১১ সালে গাদ্দাফির শাসনের শেষ দিকে স্বৈরশাসন বিরোধী গণবিক্ষোভ দমনের চেষ্টায় সাইফ সরাসরি ভূমিকা রেখেছিলেন। বলপূর্বক বিক্ষোভ দমনের চেষ্টায় গণবিক্ষোভ শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া