adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Trainনিজস্ব প্রতিবেদক : আগামী ঈদুল ফিতরে ঘরমুখো মানুষদের জন্য ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর রেল ভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, ১২ জুন বিক্রি করা টিকিটের যাত্রীরা ২১ জুন তাদের গন্তব্যে যেতে পারবেন। এছাড়া ক্রমান্বয়ে ১৩, ১৪, ১৫, ১৬ তারিখের টিকেটের যাত্রীরা যথাক্রমে ২২, ২৩, ২৪, ২৫ জুন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন।

২৬ তারিখ সম্ভাব্য ঈদ ধরে টিকেট বিক্রি করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, সকাল ৮টা থেকে এসব টিকেট বিক্রি করা হবে। প্রতি যাত্রী ৪টি করে টিকেট লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ঈদ ফেরত যাত্রীদের ভ্রমনের জন্য রাজশাহী, খুলনা, দিনাজপুর, ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যাবস্থাপনায় সকাল ৮টা থেকে ১৯ তারিখ থেকে টিকেট বিক্রি করা হবে।

এসব স্টেশন থেকে ১৯ তারিখে টিকেট সংগ্রহকারী যাত্রীরা ২৮ জুন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। এছাড়া ২০, ২১, ২২, ২৩ জুনে টিকেট সংগ্রহকারী যাত্রীরা যথাক্রমে ২৯, ৩০ জুন ও ১, ২ জুলাই নিদিষ্ট গন্তব্যে যেতে পারবেন।

মন্ত্রী বলেন, এবার ঈদে ট্রেনে আগের ১১৬১টি কোচের সাথে ১৭১টি কোচ যোগ করা হয়েছে। এনিয়ে বাংলাদেশ রেলওয়েতে মোট ১৩৩২টি কোচ যুক্ত হলো।

২১ থেকে ২৫ জুন রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, ২৫ ও ২৬ জুন মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। এ সময় ৭ জোড়া বিশেষ ট্রেন চলবে।

সেগুলো হলো:

১. দেওয়ান গঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জে ট্রেন চলবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ৩ জুলাই।

২. চাঁদপুর স্পেশাল ১: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম। চলবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

৩. চাঁদপুর স্পেশাল ২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম। চলবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

৪. রাজশাহী স্পেশাল: রাজশাহী-ঢাকা-রাজশাহী। চলবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

৫. পার্বতীপুর স্পেশাল: পার্বতীপর-ঢাকা-পার্বতীপুর। চলবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

৬. শোলাকিয়া স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ- ভৈরববাজার। চলবে পবিত্র ঈদের দিন।

৭. শোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ। চলবে পবিত্র ঈদের দিন।

ঈদের আগে ১৭ জুন পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় রুটে একজোড়া আন্তঃনগর শাটল ট্রেন চালু করা হবে।

২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর সকল ট্রেনের অফ ডে বাতিল করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া