adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে নৌমন্ত্রী -দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো নৌযান নেই

shajahanনিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন অধিদফতরের তথ্যানুযায়ী দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো নৌযান নেই বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।  

৬ জুন মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী জানান, লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌ-পরিবহন অধিদফতর ফিটনেস প্রদান করে থাকে। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডব্লিউটিএ রুট পারমিট এবং টাইম টেবিল দিয়ে থাকে। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালিবাহী, যাত্রীবাহী বোট চলাচল করে।  

জাতীয় পার্টির মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, জ্বালানি তেল পরিবহনে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি জাহাজ ক্রয়ের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে চীন সরকারের ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজের নির্মাণ কাজ চলমান রয়েছে। যার মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার যা পরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া