adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোকে নিয়ন্ত্রণ করা ছিল সবচেয়ে কঠিন কাজ

Capello_Ronaldoস্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৩ বছরের কোচিং ক্যারিয়ারে কত খেলোয়াড়কেই তো কোচিং করিয়েছেন ফাবিও ক্যাপেলো। প্রতিভা আর সামর্থ্যরে বিচারে তাদের মধ্যে সেরা কে? কাকে নিয়ন্ত্রণ করতেইবা বেশি বেগ পেতে হয়েছে? ইতালিয়ান কিংবদন্তি কোচের কাছে এই দুটো প্রশ্নের উত্তর একটাই-রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো নন, ক্যাপেলো বলছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর কথা। ফুটবল রিডার কনফারেন্সে কথা বলার সময় ৭০ বছর বয়সী ক্যাপেলো স্পষ্টই বলেছেন, তার কোচিং ক্যারিয়ারে যতজনকে কোচিং করিয়েছেন তাদের মধ্যেই রোনালদোই সেরা খেলোয়াড়। আর সেরা এই খেলোয়াড়কেই নিয়ন্ত্রণ করা ছিল সবচেয়ে কঠিন। কোনোভাবেই এতোটুকু ত্যাগ স্বীকার করতে রাজি ছিলেন না রোনালদো!
ক্যাপেলোর কোচিং ক্যারিয়ারের শুরুটা এসি মিলানের হয়ে। এরপর রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, রোমার মতো বিশ্ব বরেণ্য ক্লাবের পাশাপাশি ক্যাপেলো কোচিং করিয়েছেন ইংল্যান্ড এবং রাশিয়ার জাতীয় দলকেও। তবে ২০১৫ সালে রাশিয়ার কোচের চাকরি ছাড়ার পর থেকেই বেকার ঘুরে বেড়ানো ক্যাপেলো মাত্র একটা মৌসুমেই রোনালদোকে কোচিং করানোর সুযোগ পেয়েছিলেন। ২০০৬-০৭ মৌসুমে তিনি যখন দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচিং করান, তখন রোনালদো খেলতেন রিয়ালেই।
তিনবারের ফিফা বর্ষসেরা ব্রাজিলিয়ান সুপারস্টার তখন ছিলেন দুর্দান্ত ফর্মে। ওই এক মৌসুমেই ক্যাপেলো হাড়ে হাড়ে টের পান ফর্মে থাকা সেরা রোনালদোকে নিয়ন্ত্রণ করা কতোটা কঠিন, ‘আমার কোচিং ক্যারিয়ারে যে সেরা খেলোয়াড় ছিল, তাকে নিয়ন্ত্রণ করাটাই ছিল সবচেয়ে কঠিন-রোনালদো। দ্য ফেনোমেনন। আমি যখন রিয়ালের দায়িত্ব নিই, সে তখন চোট থেকে সদ্যই ফিরেছে। তখন তার ওজন ছিল ৯৮ কেজি! ঠিক যেন বক্সিং খেলোয়াড়।’
একজন ফুটবলারের এতো ভারী শরীর হবে, ব্যাপারটা মোটেই ভালো লাগেনি কোচ ক্যাপেলোর। তিনি তাই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শিষ্যকে। ক্যাপেলো নিজেই জানালেন, ‘আমি তার কাছে জানতে চাই, ব্রাজিলের হয়ে (২০০২ সালে) বিশ্বকাপ জেতার সময় তার ওজন কতো ছিল। সে বলে ৮৪ কেজি। আমি বলি, ঠিক আছে তোমাকে ওজন অন্তত ৮৮ কেজিতে নামিয়ে আনতে হবে। কিন্তু এটা খুবই লজ্জার এবং কষ্টের ব্যাপার যে, সে এতোটুকু ত্যাগ স্বীকার করতে চাইত না। অনেক বলার পর সে ওজনটা ৯৪ কেজিতে নামিয়ে আনে বটে; তবে রুদ ফন নিস্তলরয়ের সঙ্গে জুটি বেঁধে সে তিনটা ম্যাচ খেলে। আমরা তিনটা ম্যাচেই হেরে যাই। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া