adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিতে চোখ মাশরাফির

mash_1স্পাের্টস ডেস্ক : কেনিংটন ওভালে সোমবার বৃষ্টিতে ভেসে গিয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ। তাতে অবশ্য লাভটা হয়েছে টাইগারদের। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া বাংলাদেশের খাতায় যোগ হয়েছে মূল্যবান ১ পয়েন্ট। তাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে এখনো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও গাইলেন আশার গান। জানিয়েছেন, এখনো সেমিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২। আগের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছিল অজিরা। ১ ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিক ইংল্যান্ড। সমান সংখ্যক ম্যাচে নিউজিল্যান্ডের অর্জন ১ পয়েন্ট। তাতে জটিল হয়ে উঠেছে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। সব দলেরই সুযোগ রয়েছে শেষ চারে খেলার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাশরাফির কণ্ঠে তাই ইতিবাচক সুর, 'আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। দেখা যাক কি ঘটে।'
এ ম্যাচের হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশের করা ১৮২ রানের জবাবে ১৬ ওভারে অস্ট্রেলিয়া তুলে ফেলেছিল ১ উইকেটে ৮৩ রান। এরপর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। তাতে ব্যাটিং ব্যর্থতায় হারের শঙ্কা তৈরি হলেও বাংলাদেশ পেয়েছে ১ পয়েন্ট। এ বিষয়ে মাশরাফি বলেছেন, 'দেখুন, আগের ম্যাচে নিউজিল্যান্ডের আমাদের মতো একই পরিস্থিতিতে ছিল অস্ট্রেলিয়া। আবহাওয়ার উপর তো আমাদের হাত নেই।'
বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে যেতে সে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। 'নড়াইল এক্সপ্রেস'খ্যাত মাশরাফি কিউইদের হারিয়ে সেমিতে যেতে আশাবাদী, 'আমি ২০১৫ বিশ্বকাপের কথা মনে করতে পারি। আমরা অস্ট্রেলিয়ার কাছে থেকে ১ পয়েন্ট পেয়েছিলাম। জায়গা করে নিয়েছিলাম কোয়ার্টার ফাইনালে। এবারও আমরা একটা সুযোগ পেয়েছি। আমাদের নিউজিল্যান্ডকে হারাতে হবে। পাশাপাশি কিছু ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তাই আমাদের কাজ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সেরাটা উজাড় করে দেয়া।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া