adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডন হামলার দায় স্বীকার আইএসএর

I Sআন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে শনিবারের সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে ৫ জুন সোমবার সাইট এই খবর প্রকাশ করেছে। 

ম্যানচেস্টারে হামলার দুই সপ্তাহ পরই লন্ডনে এ হামলা হলো। ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন ও এর আগে গত মার্চেই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় পাঁচজন নিহত হন। 

মাত্র ১২ দিনের মাথায় শনিবার রাতে লন্ডনের অন্যতম বিনোদন আকর্ষণ লন্ডন ব্রিজে ফুটপাতের পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় সন্ত্রাসীরা। এরপর কিছু দূর এগিয়ে বারা মার্কেট এলাকায় চালায় এলোপাতাড়ি ছুরি হামলা। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারীও নিহত হয়েছে। 

স্কটল্যান্ড ইয়ার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, তিন হামলাকারীর মধ্যে একজনের পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। বার্কিংয়ের বেশ কয়েকটি জায়গায় এখনো অভিযান চলছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া