adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঈদের পর’ আন্দোলনে যাচ্ছেন টিভি নাটক নির্মাতা ও অভিনেতারা

RAKAYETবিনোদন ডেস্ক : মাস কয়েক আগে আন্দোলন করতে মাঠে নেমেছিলেন দেশের টিভি নাটক নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। তাদের বড় দাবি ছিল- দেশি টিভি চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধ করতে হবে। দীপ্ত টিভিতে প্রচারিত সুলতান সুলেমানের জনপ্রিয়তার পর সব বেসরকারি টেলিভিশনের বিদেশি সিরিয়াল দেখানোর হিড়িক পড়ে যায়। 

তখন বিদেশি সিরিয়াল বন্ধের দাবিতে মাঠে নামলেও এক সময় তাদের আন্দোলন কিছুটা কমে আসে। এক্ষেত্রে দেশের নির্মাতা, অভিনেতা, শিল্পী কলাকুশলীদের কাজ থেকে দর্শক বিমুখ হতে থাকে। আপাতত এফটিপিওর তেমন কর্মকান্ড দেখা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর সদস্য সচিব ও ডিরেক্টর গিল্ডের সভাপতি গাজী রাকায়েত বলেন, ‘আমরা গভর্মেন্টকে লিখিত আকারে কিছু সুপারিশমালা দিয়েছি। গভর্মেন্ট থেকে এখন পর্যন্ত কোন সাড়াশব্দ করছে না। আমরা আর একটু সময় গভর্মেন্টকে দিচ্ছি। দেখি কি করে। যদি কোনো রেসপন্স না পাই তাহলে আন্দোলনে যাবো।’

রাকায়েত বলেন, ‘আমরা এখন তিনটি সংগঠন এক হয়ে কাজে নেমেছি। আমাদের সংগঠনগুলোর গোছানোর ক্ষেত্রেও কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর জোরেশোরে আন্দোলনে যাব। বিশেষ করে ঈদের পরপরই আন্দোলনে যাব। ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর মাধ্যমে।’

শুধু এফটিপিও নয় আরো যে সংগঠনগুলো আছে সবার সম্মিলিত অংশগ্রহণে আন্দোলন করা হবে বলেও জানান তিনি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া