adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকসেবীদের চিকিৎসার দায়িত্ব নিল পুলিশ

POLICEডেস্ক রিপাের্ট :  নেত্রকোনায় আত্মসমর্পণ করা ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। প্রথম পর্বে এদের মধ্যে ৫ জন চিকিৎসা নেয়ার ইচ্ছা প্রকাশ করলে পুলিশ তাদের দুটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করেছে।

শুক্রবার (২জুন) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন ও সেকেন্ড অফিসার আল-আমিনের তত্ত্বাবধানে ও চিকিৎসা প্রত্যাশীদের অভিভাবকগণের উপস্থিতিতে পূর্ব চকপাড়া এলাকার রকি মিয়া (২৪), মাসুদ মিয়া (৪২) ও রমজান (৩৫) এবং পুকুরিয়া গ্রামের রনি মিয়া (২৩) ও বনুয়াপাড়া এলাকার রুবেল মিয়াকে ‘তরী’ ও ‘স্বপ্নতরী’ নামক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

এদের মধ্যে ৩ জনের চিকিৎসার ব্যয় জেলা পুলিশ ও বাকি ২ জনের রেডক্রিসেন্ট সোসাইটি বহন করার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ২৭মে ময়মনসিংহ বিভাগীয় ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের উদ্যেশ্যে আর্থিকভাবে ও রিকশা, সেলাইমেশিন প্রভৃতি প্রদান করা হয়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া