adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেদী মারুফের শতক- প্রাইম ব্যাংকের অনায়াস জয়

mehedi_marufস্পাের্টস ডেস্ক : শিরোপা স্বপ্ন আগেই শেষ। লড়াইটা তাই রানার্স আপ হওয়ার। কঠিন হলেও সে আশা জিইয়ে রাখলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ঢাকা লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা। শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে মেহেদী মারুফের দারুণ এক সেঞ্চুরিতে শেখ জামালকে পাঁচ উইকেটে হারিয়েছে দলটি।
এ জয়ে ১৫ ম্যাচে ৯টি জয় তুলে ১৮ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাংক। অপরদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইলো শেখ জামাল। আর ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ২২ পয়েন্ট।
বিকেএসপিতে শেখ জামালের দেওয়া ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। দলীয় ১০ রানেই ওপেনার শানাজ আহমেদকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে ১১০ রানের দারুণ এক জুটি গড়ে দলের চাপ সামলে নিয়েছেন মারুফ। এরপর তৃতীয় উইকেটে রাফাতউল্লাহর সঙ্গে ৪৪ ও চতুর্থ উইকেটে আসিফ আহমেদের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েছেন তিনি। ফলে ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় প্রাইম ব্যাংকের।
দারুণ ব্যাটিং করে এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মারুফ। খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের অনবদ্য এক ইনিংস। ১৪৩ বল মোকাবেলা করে ১০টি চার ও ৪টি ছক্কায় নিজের এ ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া জাকির ৪৯ রান করেছেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেখ জামাল। ফলে দলীয় ১০০ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারায় দলটি। ষষ্ঠ উইকেটে ইলিয়াস সানিকে নিয়ে ১০৪ রানের দারুণ এক জুটি গড়েন তানবির হায়দার। এ দুই স্পিন অলরাউন্ডারের ব্যাটে চড়েই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রানের লড়াকু সংগ্রহ পায় শেখ জামাল।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তানবির। ৮৬ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৭০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন সানি। এছাড়া ৩২ রান করেন রাসেল আল মামুন। প্রাইম ব্যাংকের পক্ষে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পান আল-আমিন হোসেন। এছাড়া ২টি উইকেট নেন তাইবুর পারভেজ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া