adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তুরস্কে ১৩ সেনা নিহত

turkeyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সৈন্য নিহত হয়েছেন। ইরাক সীমান্ত সংলগ্ন সিরনাক প্রদেশে বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় তুরস্কের সেনাবাহিনী দেশটির কুর্দি বিদ্রোহীদের দমনে মোতায়েন রয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী এটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছে। তবে তারা নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এএস ৫৩২ হেলিকপ্টারটি ওই এলাকায় একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সমিটারে আঘাত হানে। এরপর সেটিতে আগুন ধরে যায়।
তুরস্কের বেসরকারি বার্তাসংস্থা পিএইচএ খবর দিয়েছে, হেলিকপ্টারটিতে সিরনাক পরিদর্শনে যাওয়া এক মেজর জেনারেল ছিলেন। অবশ্য অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, এতে ছয় সেনা কর্মকর্তা ছিলেন।
ঘটনাটি তদন্তের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক এবং সরকারের আরো কয়েকজন মন্ত্রী আঙ্কারা থেকে সিরনাকের উদ্দেশে রওনা হয়েছেন।
সূত্র: এএফপি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া