adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে নিয়ে যতো ভয় ইংল্যান্ডের!

ENGLANDস্পোর্টস ডেস্ক : সম্প্রতি বছরগুলোতে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম বাংলাদেশ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক স্বাগতিক ইংল্যান্ড। সেই জের ধরেই ইংলিশ সাবেক ব্যাটসম্যান ইয়ান বেল জানিয়ে দিলেন, ইংলিশদের বিপক্ষে জয় তুলে নিতে পারে বাংলাদেশ, তা মাথায় আছে দলের।
জুনের এক তারিখে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে লেখা এক কলামে তিনি বলেন, ইংল্যান্ড দল প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারাতে ব্যাকুল। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় তারা। কিন্তু বাংলাদেশের শক্তির জায়গাটাও মনে রাখছে মরগানরা।
এসময় বেল লিখেছেন, 'অবশ্যই আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে আমাদের ভাল করতে হবে। সেই শক্তিটাও আমাদের আছে। কিন্তু গেল বছর নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আমাদের হারিয়েছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও আমরা হেরেছি। '
ইংল্যান্ডের হয়ে ১৬১ ওয়ানডে খেলা বেল আরও লিখেছেন, 'বাংলাদেশকে পুরো দলের কেউই সহজভাবে নিচ্ছে না। নেওয়ার উপায়ও নেই। তারা জানে বাংলাদেশ কতটা বিপজ্জনক। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। সেটা আমরা অতীতে অনেকবার দেখেছি। কিন্তু ইংল্যান্ডকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে হয়, তাহলে আমি বলবো এই ম্যাচ জিতলে তারা অনেকখানি নিশ্চিত থাকতে পারবে। আর আমি মনে করি তারা সেটা পারবেও। ' সূত্র: আইসিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া