adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মা অপর্ণা সম্পর্কে বললেন কঙ্কনা

KONGবিনােদন ডেস্ক : মূলধারার ছবি কখনই তাকে ধরে রাখতে পারেনি৷ তার অভিনীত ছবি হোক বা তার পরিচালিত প্রথম ছবিটিও৷ ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ মূলধারার ছবি নয়৷ ১৯৭৯ সালের পটভূমিতে নির্মিত ড্রামা-থ্রিলার ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’৷ শীতকালের এক ফ্যামিলি ট্রিপে বেড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং সেই ট্রিপের সঙ্গে জুড়ে যায় একটি মৃত্যু রহস্য! কঙ্কনা সেন শর্মা এই নিয়েই গল্পকে সাজিয়েছেন সেলুলয়েডের পর্দায়৷ নিউইয়র্ক ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন কঙ্কনা এই ছবির জন্যে। আর এ অভিনেত্রী-নির্মাতার পেছনের কারিগর তার মা। যার বিস্তারিত জানিয়েছে কলকাতা২৪ পত্রিকা।

কঙ্কনা সেন শর্মা, অভিনেত্রী, লেখিকা ও পরিচালক অপর্ণা সেনের কন্যা৷ ছোটবেলা থেকেই ‘অ্যাকশন-কাট’ শুনে বড় হয়ে ওঠা কঙ্কনার৷ মাকে নিয়ে প্রশংসার বিরাম নেই কঙ্কনার৷ ৩৬ চৌরঙ্গী লেন, সতী, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, ইতি মৃণালিনী (শেষ দু’টি ছবিতে কঙ্কনা ছিলেন মুখ্য চরিত্রে) এই সবকটি ছবিই বারেবারে প্রমাণ দিয়েছেন ছবিতে রোজনামচার গল্পও পর্দায় অসামান্য হয়ে ওঠার ক্ষমতা রাখে৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মা তার সময়ে নিজের মত করে চলেছেন৷ আগাগোড়াই দেখে এসেছি তিনি যা বিশ্বাস করতেন তাতে যেমন মুল্যবোধ ছিল, উদারতাও ছিল সমান মাত্রাতে৷ মায়ের স্বভাবের এই দিকগুলো আমায় আকৃষ্ট করত, আমার জীবনে সবসময়ই একটা প্রভাব ফেলে এসেছে৷ ৮০ এর দশকের শুরুতে যে সমস্ত ছবি তিনি পরিচালনা করেছেন সেই ছবি অনেককে অনুপ্রেরণা দিয়েছিল, তা নিয়ে কোন সন্দেহ নেই৷ তিনি সবসময় সময়ে থেকেও সময়ের পরের গল্পগুলোই বলে এসেছেন৷’

নিজের ছোটবেলা এবং বেড়ে ওঠা নিয়ে কঙ্কনা বলেন, ‘ছোটবেলা থেকে আমার খুব উৎসাহ ছিল বই পড়া নিয়ে৷ মা সেই সময় থেকে নজরে রাখত আমি কী পড়ছি বা আমি কী দেখছি৷ শিশু সাহিত্যিক এনিড ব্লাইটনের লেখা পড়তাম৷ মা নিষেধ করে বললেন, তুমি শুধু এইসব বই পড়লে হবে না, আমি মায়ের কথা শুনেছিলাম, আমি মাকে প্রচণ্ড বিশ্বাস করতাম, মনে হত তিনি ঠিকই বলছেন।’

এখানেও থামেননি কঙ্কনা, মাকে নিয়ে আরও গল্পে মাতলেন৷ ‘মা সেই সব অভিভাবকদের মত ছিলেন না যারা ছেলেমেয়েদেরকে অনেক আইন-কানুনে বেঁধে রাখতেন৷ মা আমাকে আমার মত বড় হয়ে উঠতে শিখিয়েছেন, কিন্তু মায়েরও নিজস্ব মতামত ছিল৷ আমায় কখনও ‘বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’ ‘মহাভারত’ অথবা ‘রামায়ণ’ দেখতে দেননি৷ তিনি চাননি আমার টেলিভিশন দেখার প্রথম ইম্প্রেশন মহাকাব্য দিয়ে শুরু হোক, সেই সময়ে এই সিরিয়ালগুলো আবেগে ভরপুর ছিল৷ হয়ত এটাই কারণ এই সিরিয়াল না দেখতে দেওয়ার৷’

কঙ্কনার বড় হয়ে ওঠার সময়েও তিনি খুব একটা বলিউড সিনেমা দেখেননি৷ কঙ্কনার ‘মনে থাকার’ ছবির তালিকায় রয়েছে দু’টো ছবি মিস্টার ইন্ডিয়া ও মাসুম৷ তবে মায়ের কারণে আন্তর্জাতিক বহু ছবি দেখেছেন সেই সময়ে৷ অপর্ণা সেনের সঙ্গে বহু ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন ছোট্ট কঙ্কনা৷

কঙ্কনা সেন শর্মার ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ গল্প তার বাবার কাছ থেকেই শোনা৷ রিয়েল লাইফের ছোট্ট গল্পই কঙ্কনা পাল্টে ফেলেছে একটি বড়পর্দার ছবিতে৷ এই ‘ছবিতে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, বিক্রান্ত ম্যাসি, রণবীর শোরে, কল্কি কোচিন, তিলোত্তমা সোম এবং প্রয়াত অভিনেতা ওম পুরীও৷ ছবির শুটিং হয়েছে ঝাড়খণ্ডের ম্যাকলস্কিগঞ্জে৷ ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ মুক্তি পেতে চলেছে ২ জুন৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া