adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার ইফতার পার্টিতে ভারতীয় হাইকমিশনার

KHELEDAনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আয়োজনে ইফতারে অংশ নিয়েছেন।

দ্বিতীয় রমজানে সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন খালেদা জিয়া।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের পর ২০১৫ সালের জুনে ঢাকায় আসেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। তবে এবারই প্রথম তিনি বিএনপি প্রধানের আমন্ত্রণে ইফতারে অংশ নিলেন।

ইফতারের আধা ঘণ্টার মতো আগে ওয়েস্টিনের বলরুমে আসেন খালেদা জিয়া।

অনুষ্ঠানস্থলে এসে তিনি দলের শীর্ষ নেতাদের নিয়ে আমন্ত্রিত বিদেশি মেহমানদের টেবিলে টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কূটনীতিকদের সম্মানে খালেদা আয়োজিত এ ইফতার পার্টিতে কোনো মঞ্চ বা ব্যানার ছিল না।

নিজের জন্য নির্ধারিত টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, হাইকমিশনার, আর্জবিশপ ও মিশন প্রধানদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া।

বাকি কূটনীতিকরা অন্য টেবিলগুলোতে বসে ইফতার করেন। এসব টেবিলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবু উদ্দিন খোকন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বিএনপির শীর্ষ নেতারা।

কূটনীতিকদের জন্য আয়োজিত এ ইফতারে নাগরিক সমাজের বেশ কয়েকজন  বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক উপস্থিত ছিলেন।

ভারতের হাইকমিশনার ছাড়াও খালেদা জিয়ার ইফতার মাহফিলে অংশ নেয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি মাইদুন, ভ্যাটিক্যান সিটির প্রতিনিধি আর্জবিশপ জর্জ কোচেরি, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন ওজতার্ক, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শাহী, পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও সংস্থার প্রধানরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া